বাংলা নিউজ > ঘরে বাইরে > Ganesh Pujo: অটোতে করে নিয়ে আসা হল পাথর, ছোঁড়া হল গণেশ পুজোর মণ্ডপে, অশান্তি চরমে

Ganesh Pujo: অটোতে করে নিয়ে আসা হল পাথর, ছোঁড়া হল গণেশ পুজোর মণ্ডপে, অশান্তি চরমে

গণেশ পুজো। (Freepik)

গণেশ পুজোয় তুমুল গোলমাল। গুজরাটে গণেশ পুজোর প্যান্ডেলে পাথর ছোঁড়ার অভিযোগ। সুরাটের গণেশ প্যান্ডেলে পাথর ছোড়ার ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সৈয়দপুরা থানা এলাকার ওয়ারিয়াওয়ালি লাল গেট এলাকায় তৈরি গণেশ প্যান্ডেলে আচমকাই পাথর ছুঁড়তে শুরু করে কিছু লোকজন। এই ঘটনার পর ব্যাপক হট্টগোল শুরু হয় এবং রাস্তায় বসে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে জনতা। প্রাথমিকভাবে এক মুসলিমসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে খবর। 

জানা গিয়েছে, তিন মুসলিম যুবক একটি অটোরিকশায় এসে গণেশ প্যান্ডেল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেছিল। পরে স্থানীয় লোকজন ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের জেরা করা হয়।  পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে এবং যোগী-যোগী স্লোগান দেয়। কিছু হিন্দু যুবক রাস্তায় বসে জয় শ্রীরাম স্লোগানও দিতে শুরু করে। এই সময় অনেক যানবাহনে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক গণ্ডগোল ছড়ায়। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করতে হয়।

জানা গিয়েছে, গণেশ প্যান্ডেলে একবার নয়, দু'বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সিটি পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট জানিয়েছেন, গণেশ উৎসবস্থলে পাথর ছোড়ার পর পুলিশ নাবালক-সহ অভিযুক্তদের আটক করে। পরে দুই সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এ সবগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

লোকজন যোগী-যোগী স্লোগান দিতে থাকেন। 

এদিক ঘটনার পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন থানা ঘিরে ফেলার পরে, পুলিশ কমিশনার, মেয়র এবং স্থানীয় বিধায়কও জনগণকে শান্ত করতে সেখানে পৌঁছেছিলেন। বিধায়ক কান্তি বালার যখন হিন্দুদের শান্ত করার জন্য ভাষণ দিচ্ছিলেন, তখন উত্তেজিত জনতা যোগী-যোগী স্লোগান দিতে থাকেন।

এদিকে গণেশ পুজোর মণ্ডপকে নিশানা করে কেন এভাবে পাথর ছোঁড়ার ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। দাবি করা হচ্ছে একেবারে অটোতে করে পাথর নিয়ে আসা হয়েছিল। এরপর সেই পাথর ছোঁড়া হতে থাকে। পালটা থানা ঘেরাও করে বিক্ষোভও হয়েছে। বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কেন এভাবে গণেশ পুজোর মণ্ডপে পাথর ছোঁড়া হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করবে ইসরো, নতুন প্রজন্মের রকেট, নামতে পারবে সমুদ্রেও ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য! অস্ট্রেলিয়াকেও ভোগাবে! বার্তা বিশ্বকাপজয়ী অধিনায়কের… মুম্বইতে প্রথম দূর্গাপুজো পূজার! মায়ের দর্শন করালেন দেবের নায়িকা কোলে ছেলে, কাঁধে ভাইপো! অগস্ত্যর স্কুলের অনুষ্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন হার্দিক সমাজমাধ্যমে ‘সন্ত্রাসের পক্ষে মন্তব্য’, লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.