ফের এসেছে বিয়ের মরশুম। বিয়ে সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত ঋণের প্রয়োজন হয়ে পড়ে মানুষের। অনেক সময়ই ফোন করে ব্যাঙ্কের থেকেও ঋণ নেওয়ার জন্যে বলা হয় গ্রাহকদের। তবে কোন ব্যাঙ্কের থেকে ঋণ নিলে পকেট থেকে খসব সবথেকে কম টাকা? কোন ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণে সুদের হার সবচেয়ে কম? কোন ব্যাঙ্কে ঋণ নিলে মাসিক কত টাকা করে ইএমআই দিতে হবে? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য রইল নীচে... (আরও পড়ুন: স্ত্রীকে চুম্বনে 'বাধা'; আবার শপথের সময় কোথায় ছিল ট্রাম্পের হাত? যা যা নিয়ে চলছে)
আরও পড়ুন: বকেয়া ৬৫২১ কোটির বোঝা মাথায় আঁধারে ভারতীয় উড়ান সংস্থা, বড় নির্দেশ NCLT-র
আরও পড়ুন: WHO-কে বিদায়, অভিবাসন-নাগরিকত্ব নিয়ে একের পর এক অর্ডার জারি ট্রাম্পের
- ইউনিয়ন ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ৯.৩০ শতাংশ থেকে ১৩.৪ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২০৯০ থেকে ২২৯৬ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ পর্যন্ত।
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের পার্সোনাল লোনে সুদের হার ১০ শতাংশ থেকে ১২.৮ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১২৫ থেকে ২২৬৫ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ প্লাস জিএসটি।
- ইন্ডিয়ান ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০ শতাংশ থেকে ১১.৪ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১২৫ থেকে ২১৯৪ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ (সর্বোচ্চ ১০ হাজার টাকা)। সরকারি কর্মীদের জন্যে কোনও প্রসেসিং ফি নেওয়া হবে না।
আরও পড়ুন: মার্কিন মুলুকে বাতিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, কবে থেকে কার্যকর অর্ডার?
- ফেডারেল ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৪৯ শতাংশ থেকে ১৭.৪৯ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৪৯ থেকে ২৫১২ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ৩ শতাংশ পর্যন্ত।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্সোনাল লোনে সুদের হার ১০.৮৫ শতাংশ থেকে ১৪.৮৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৬৭ থেকে ২৩৭১ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি সর্বনিম্ন ১ হাজার টাকা, সর্বোচ্চ ১০ হাজার টাকা। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যে প্রোসেসিং ফি নেওয়া হবে না।
- এইচডিএফসি ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৮৫ শতাংশ থেকে ২৪ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৬৭ থেকে ২৮৭৭ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ৬৫০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: সুপ্রিম নিষেধাজ্ঞার আগে পর্যন্ত ২০২৩-২৪ অর্থবর্ষে কত কোটি বন্ড অনুদান পায় TMC?
- আইসিআইসিআই ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৮৫ শতাংশ থেকে ১৬.২৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৬৭ থেকে ২৪৪৫ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ২ শতাংশ প্লাস ট্যাক্স।
- কানাড়া ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৯৫ শতাংশ থেকে ১৬.২৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭২ থেকে ২৪৪৫ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ০.৫ শতাংশ (সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা) যোগ জিএসটি।
- ইউকো ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৯৫ শতাংশ থেকে ১৩.৯৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭২ থেকে ২৩২৪ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ (সর্বনিম্ন ৭৫০ টাকা।
- কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৯৯ শতাংশ থেকে ১৬.৯৯ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭৪ থেকে ২৪৮৫ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ৫ শতাংশ পর্যন্ত যোগ ট্যাক্স।
- আইডিবিআই ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১১ শতাংশ থেকে ১৫.৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭৪ থেকে ২৪০৫ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ শতাংশ (সর্বনিম্ন ২৫০০ টাকা) যোগ ট্যাক্স।
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১১ শতাংশ থেকে ১৪.৪০ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭৪ থেকে ২৩৪৮ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ০.৪ থেকে ০.৭৫ শতাংশ।
- অ্যাক্সিস ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১১ শতাংশ থেকে ২২ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৭৪ থেকে ২৬৪৯ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ২ শতাংশ যোগ জিএসটি।
- পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১১.২৫ শতাংশ থেকে ১৪ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৮৭ থেকে ২৩২৭ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ০.৫ থেকে ১ শতাংশ যোগ জিএসটি।
- ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনে সুদের হার ১১.৪ শতাংশ থেকে ১৮.৭৫ শতাংশ। এতে ঋণ গ্রহণকারীর মাসিক ইএমআই পড়বে ২১৯৪ থেকে ২৫৮০ টাকা পর্যন্ত। এই ঋণের ক্ষেত্রে প্রোসেসিং ফি হবে ১ থেকে ২ শতাংশ (সর্বনিম্ন ১০০০ থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা) যোগ জিএসটি।