পাঁচ রাজ্যের ভোট মিটতেই প্রত্যাশিত ভাবে দেশে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। টি-২০-র গতিতে বদলেছে পেট্রল-ডিজেলের ‘রেট-কার্ড’। দেশের অধিকাংশ শহরে পেট্রলের দাম ১০০ পার করেছে। ডিজেলও বহু জায়গায় সেঞ্চুরি পার করেছে। এই আবহে সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছেন বিরোধীরা। অসন্তুষ্ট আম জনতাও। এরই মাঝে অভিনব প্রতিবাদ দেখা গেল মহারাষ্ট্রের সোলাপুরে। আম্বেদকর জয়ন্তীতে সোলাপুরে পেট্রল বিকোল মাত্র এক টাকা প্রতি লিটার দরে। একটি সংগঠন এক টাকা দরে পেট্রল বিক্রির কর্মসূচি পালন করে মহারাষ্ট্রের এই শহরে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েই এই অভিনব প্রতিবাদ।
জানা গিয়েছে, সোলাপুরের একটি পেট্রল পাম্পে এক টাকা দরে পেট্রল বিক্রির এই কর্মসূচি পালন করা হয়েছিল গতকাল। ‘চৈত্র সেলে’ সস্তা পেট্রল কিনতে মানুষের বিশাল লাইনও পড়েছিল। তবে এই বাম্পার অফারের লাভ পেয়েছেন মাত্র ৫০০ জন। এবং প্রতি ক্রেতাকেই মাত্র এক লিটার পেট্রলই দেওয়া হয়েছে ১ টাকা হারে। তা সত্ত্বেও মানুষের উত্সাহের জেরে উপচে পড়া ভিড় দেখা যায় সেই পাম্পের বাইরে। পরিস্থিতিত যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য পুলিশও মোতায়েন করতে হয়েছিল।
জানা গিয়েছে, ডক্টর আম্বেদকর স্টুডেন্টস এবং ইয়ুথ প্যান্থার্স নামক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনের সভাপতি মহেশ সর্বগোড়া ১ টাকায় তেল বিক্রি প্রসঙ্গে বলেন, ‘দেশে তীব্র গতিতে বাড়ছে মুল্যস্ফীতির হার। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে পেট্রলের দাম প্রতি লিটারে ১২০ টাকায় পৌঁছেছে। তাই আমরা জনগণকে স্বস্তি দিতে চেয়েছিলাম। এই কারণেই ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করতে আমরা এক টাকা হারে পেট্রল বিক্রির সিদ্ধান্ত নিই।’ মহেশ আরও বলেন, ‘আমাদের মতো একটি ছোট সংগঠন যদি ৫০০ মানুষকে সস্তা দরে তেল বিক্রি করে স্বস্তি দিতে পারে, তাহলে সরকারেরও উচিত আম জনতাকে স্বস্তি দেওয়া।’