বাংলা নিউজ > ঘরে বাইরে > P&H High Court on Divorce: ‘স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করা স্ত্রীর নিষ্ঠুরতা’, পর্যবেক্ষণ হাই কোর্টের

P&H High Court on Divorce: ‘স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করা স্ত্রীর নিষ্ঠুরতা’, পর্যবেক্ষণ হাই কোর্টের

‘স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা স্ত্রীর নিষ্ঠুরতা’, পর্যবেক্ষণ HC-র

স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করা স্ত্রীর নিষ্ঠুরতা। এক বিবাহ বিচ্ছেদের মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ করল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি রিতু বাহরি এবং বিচারপতি নিধি গুপ্তার বেঞ্চ।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করা স্ত্রীর নিষ্ঠুরতা। এক বিবাহ বিচ্ছেদের মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ করল পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি রিতু বাহরি এবং বিচারপতি নিধি গুপ্তার বেঞ্চ। পাশাপাশি মামলায় স্বামীর বিচ্ছেদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত। তবে স্ত্রীর ‘প্রয়োজনীয়তা’র পরিপ্রেক্ষিতে এককালীন ১০ লাখ টাকা ভরণপোষণ দিতে বলা হয় স্বামীকে।

আদালত বলে, ‘আমরা বলতে চাই যে স্ত্রীর কাজগুলি (স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও তুচ্ছ মামলা দায়ের করা) আবেদনকারী স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার সমান। তবে আমরা স্ত্রীর প্রয়োজনীয়তার প্রতি উদাসীন নই। এই পরিস্থিতিতে, আমরা এককালীন ভরণপোষণ ভাতা হিসাবে স্ত্রীকে ১০ লাখ টাকা প্রদান করতে নির্দেশ দিচ্ছি স্বামীকে।’ এর আগে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন একটি পারিবারিক আদালতে। স্বামীর অভিযোগ ছিল, স্ত্রী তাঁর প্রতি নিষ্ঠুর। যদিও তরণ তরণের অতিরিক্ত বিচারক স্বামীর সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন ২০১৭ সালে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী স্বামী।

আবেদনকারী স্বামী আদালতে জানান, ২০০৯-১০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর কোনও সন্তান নেই। প্রথম থেকেই, তাঁর স্ত্রী তাঁর বাবা-মায়ের থেকে আলাদা থাকতে চাইতেন। পাশাপাশি নিজের শ্বশুর-শাশুড়িকে খুব বাজে ভাষায় অপমান করতেন। তাঁর পরিবারকে ভুয়ো পণের মামলায় ফাঁসিয়ে দিয়েছিলেন স্ত্রী। ২০১৩ সালে স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। শ্বশুরবাড়ি থেকে পাওয়া যাবতী সোনার গয়না নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্ত্রী। যদিও স্ত্রীর দাবি, শ্বশুরবাড়িতে তাঁর সঙ্গে বাজে আচরণ করা হত। যদিও পণের মামলায় স্বামী এবং তাঁর পরিবার বেকসুর খালাস হয়। আদালতে এটা প্রমাণিত হয়েছিল যে স্ত্রী একটি ভুয়ো মামলা দায়ের করেছিলেন শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই আবহে উচ্চ আদালত বলে, ‘স্বামীর বিরুদ্ধে ভুয়ো মামলা করা স্ত্রীর নিষ্ঠুরতা।’ এই আবহে স্বামীর আবেদনের প্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেয় উচ্চ আদালত।

বন্ধ করুন