বাংলা নিউজ > ঘরে বাইরে > ঝড়ের গতিতে টাইপিং ক্যাশিয়ারের! হতবাক হল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ঝড়ের গতিতে টাইপিং ক্যাশিয়ারের! হতবাক হল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ফাইল ছবি: টুইটার (Twitter)

ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বিল তৈরির সময় অস্বাভাবিক দ্রুতভাবে টাইপ করছেন। এত তাড়াতাড়িও যে টাইপ করা যায়, তা ভাবনারও অতীত। আর সেই কারণেই এই ভিডিয়ো সবাইকে এতটা অবাক করে দিয়েছে।

আপনি কি নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? সেক্ষেত্রে অজস্র ভাইরাল ভিডিয়ো দেখাটা আপনার কাছে খুবই সাধারণ ব্যাপার। সেই তালিকায় এবার আরও একটি ভিডিয়ো। এক ওষুধের দোকানে ক্যাশিয়ারের এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বিল তৈরির সময় অস্বাভাবিক দ্রুতভাবে টাইপ করছেন। এত তাড়াতাড়িও যে টাইপ করা যায়, তা ভাবনারও অতীত। আর সেই কারণেই এই ভিডিয়ো সবাইকে এতটা অবাক করে দিয়েছে। আরও পড়ুন: গানে মুগ্ধ হয়ে পল্লীগীতি শিল্পীর ওপর 'টাকার বৃষ্টি'! স্টেজ জুড়ে ৪ কোটি টাকার নগদ নোট উড়ল

ভিডিয়োর সঙ্গে লেখা ক্যাপশনে লেখা, 'ভারতের একটি ব্যস্ত ফার্মেসির এই রিসেপশনিস্ট।' ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক গ্রাহকের কেনা ওষুধের জন্য একটি বিল তৈরি করছেন ওই রিসেপশনিস্ট। অবিশ্বাস্য গতিতে তিনি সেই বিল বানাচ্ছেন।

এক নজরে দেখে নিন সেই ভিডিয়ো:

দিন কয়েক আগেই এই ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। টুইটের পর থেকে, ভিডিয়োটিতে ১৭ লক্ষেরও বেশি ভিউ এসেছে। ভিউয়ের সংখ্যা বেড়েই চলেছে। এর পাশাপাশি ৪৩,০০০-এরও বেশি লাইক পড়েছে। অনেকেই ওই কর্মীর কাজের দক্ষতার প্রশংসা করেছেন। অনেকে আবার মজাও করেছেন।

'বাহ,' লিখেছেন এক টুইটার ব্যবহারকারী। অবশ্য অনেকে মজাও করেছেন। একজন লিখেছেন, 'আমিও চাইলে এরকম করতে পারি। আমি এলোমেলোভাবে কিবোর্ড টিপব। আর নিজের ভিডিয়ো রেকর্ড করব।' অপর আরেকজন লিখেছেন, এই ভিডিয়ো দেখে যেন মনে হচ্ছে কিবোর্ড নয়, পিয়ানো বাজাচ্ছেন ওই ব্যক্তি। আরও পড়ুন: প্লিজ মোদীজি… কাশ্মীরের ছোট্ট মেয়ের কাতর আবেদন, দেখুন সেই মন ছুঁয়ে যাওয়া Video

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন