বাংলা নিউজ > ঘরে বাইরে > Anti Cheating cap: 'টুকলি রোখা টুপি' পরে পরীক্ষা! ইঞ্জিনিয়ারিং কলেজের এই বন্দোবস্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ

Anti Cheating cap: 'টুকলি রোখা টুপি' পরে পরীক্ষা! ইঞ্জিনিয়ারিং কলেজের এই বন্দোবস্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ

টুকলি রুখত টুপি।

পাশের বেঞ্চে বসা সহপাঠী পরীক্ষার খাতায় কী লিখছে, তার দিকে ভুলেও যাবে না চোখ! নিজের খাতা আর প্রশ্নপত্র ছাড়া এদিক ওদিকে যাতে ঘাড় না ঘোরে তার জন্য 'টুকলি রোখা টুপি' পরিয়ে কলেজ পড়ুয়াদের পরীক্ষার বন্দোবস্ত করেছে ফিলিপিন্সের একটি কলেজ।

টুকলির একাধিক প্যাঁয়তারা এযাবৎকালে শোনা গিয়েছে। অনেকেই টুকলি করতে গিয়ে ধরাও পড়েছে। স্কুলে নানান ছলে টুকলি ঘিরে বহু তাজ্জব করা খবরও সামনে এসেছে। এবার খবর ফিলিপিন্সের। সেখানে টুকলি রোখার জন্য এক আজব পদ্ধতি অবলম্বন করেছে স্কুল কর্তৃপক্ষ।

পাশের বেঞ্চে বসা সহপাঠী পরীক্ষার খাতায় কী লিখছে, তার দিকে ভুলেও যাবে না চোখ! নিজের খাতা আর প্রশ্নপত্র ছাড়া এদিক ওদিকে যাতে ঘাড় না ঘোরে তার জন্য 'টুকলি রোখা টুপি' পরিয়ে কলেজ পড়ুয়াদের পরীক্ষার বন্দোবস্ত করেছে ফিলিপিন্সের একটি কলেজ। ফিলিপিন্সের লেগজাপিতে বাইকোল ইউনিভারসিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ পরীক্ষা গ্রহণের সময় পড়ুয়াদের টুপি পড়ে আসার কথা বলা হয়েছে। কলেজের মিড টার্ম পরীক্ষায় টুকলি যাতে না হয়, তার জন্য এই বন্দোবস্ত। এরফলে পরীক্ষার গার্ডরা সহজেই চিনে ফেলতে পারবেন কারা ঘাড় ঘোরাচ্ছেন তাঁদের, এছাড়াও টুপি পরে অন্যের খাতার দিকে ভালো করে দেখে টোকাটাও হবে মুশকিল। এই টুপি কেমন হবে, তা শিক্ষকরা ছেড়ে দিয়েছেন তাঁদের ছাত্রছাত্রীদের উপর। পড়ুয়ারা নিজের পছন্দ মতো টুপি তৈরি করে এনে তা পরে পরীক্ষায় অংশ নিতে পারেন। জানা গিয়েছে, এর আগে থাই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটি ঘটনা ঘটেছে।

থাই বিশ্ববিদ্যালয় থেকে অনুপ্ররেণা নিয়েই ফিলিপিন্সের ওই কলেজ এমন সিদ্ধান্তের পথে এগিয়ে যায়। এদিকে, এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ মাথায় মিনিয়নের টুপি পড়েছে। আবার কেউ মাথায় ডিমের ক্রেটের টুপি পড়েছে। একজনকে দেখা যাচ্ছে অন্তর্বাস মাথায় পরেই তাকে ‘অ্যান্টি চিটিং ক্যাপ’ হিসাবে ব্যবহার করে যাচ্ছেন তিনি। এমন আজব ঘটনায় গোটা সোশ্যাল মিডিয়া বেশ চর্চায় রয়েছে। ছবি গুলিও ইতিমধ্যে হয়েছে ভাইরাল।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন