কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর 45-IA (6) ধারার অধীনে এই পদক্ষেপ। ব্যবসা থেকেই বেরিয়ে গিয়েছে, এমন ১০টি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের(NBFI) তালিকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
1/5মোট ১৭টি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থার(NBFC) রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর 45-IA (6) ধারার অধীনে এই পদক্ষেপ। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5ব্যবসা থেকেই বেরিয়ে গিয়েছে, এমন ১০টি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের(NBFI) তালিকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই তালিকায় রয়েছে ধানবাদ প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, সৌর্য বানিজ্য অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জৈনেক্স ইন্ডিয়া লিমিটেড, জয়ম ব্যাপার প্রাইভেট লিমিটেড এবং জেএম হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, ওয়াইড রেঞ্জ সেলস প্রাইভেট লিমিটেড। এছাড়াও আছে, Ltd, Syn Pack Finance Pvt Ltd, B D বাণিজ্য উদ্যোগ, Quency কনসাল্টেন্সি, S G প্রোজেক্টস (আগে S.G. Credit Ltd নাম ছিল)। (ছবি: রয়টার্স) (Reuters)
3/5এর মধ্যে দু'টি কোম্পানি রয়েছে, যাদের আনরেজিস্টার্ড কোর ইনভেস্টমেন্ট কোম্পানি (CIC) হিসাবে নির্ধারিত করা হয়েছে। অর্থাত্, এগুলির রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এর মধ্যে রয়েছে নিউ এজ ইমপোর্ট প্রাইভেট লিমিটেড এবং জুবিল্যান্ট সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5অন্যদিকে আরও ৫টি এনবিএফসি-কে একীভূতকরণ/ একত্রীকরণ/ স্বেচ্ছাসেবী স্ট্রাইক-অফ ইত্যাদির কারণে বন্ধ করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5গত বছর, ১৩ ডিসেম্বর তিনটি NBFC তাদের রেজিস্ট্রেশন শংসাপত্র RBI-এর কাছে সমর্পণ করে। গত কয়েক বছর ধরেই নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি নিয়ে কড়াকড়ি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফাইল ছবি : মিন্ট (Reuters)