শাহাদ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) রোহিত মীনা বলেন, অভিষেক বচ্চন, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিত, ইমরান হাশমি এবং মহেন্দ্র সিং ধোনির মতো নামজাদা সেলিব্রিটিদের নাম এবং তথ্য ব্যবহার করে প্রতারকরা।
1/5বলিউড অভিনেতা এবং ক্রিকেটারদের প্যান ব্যবহার করে প্রতারণা। PAN নম্নর ব্যবহার করে 'ওয়ান কার্ড' থেকে তাঁদের নামে ক্রেডিট কার্ড তুলেছেন একদল প্রতারক। এই বিষয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়েছে। জানা গিয়েছে, অনলাইনে এই বলি-ক্রিকেট তারকাদের GST নম্বর খুঁজে বের করে প্রতারকরা। তারপর সেটি কাজে লাগিয়েই ক্রেডিট কার্ড তোলা হয়।
2/5শাহাদ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) রোহিত মীনা বলেন, অভিষেক বচ্চন, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিত, ইমরান হাশমি এবং মহেন্দ্র সিং ধোনির মতো নামজাদা সেলিব্রিটিদের নাম এবং তথ্য ব্যবহার করে প্রতারকরা। ছবি : পিটিআই
3/5গুগল সার্চ করেই অভিনেতাদের GST, PAN ও জন্ম তারিখ সংগ্রহ করে অভিযুক্তরা। এদিকে সেই নম্বর দিয়ে ভুয়ো কার্ড বানিয়ে ফেলে তারা। তাতে নিজেদের ছবি বসিয়ে দেওয়া হয়। ক্রেডিট কার্ডের আবেদন করার পর অনলাইনে ভিডিয়ো ভেরিফিকেশনের সময়ে সেই কার্ড দেখানো হয়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
4/5সেলেব্রিটিদের টাকার অভাব নেই। তাছাড়া তাঁরা নিয়মিত বিভিন্ন ঋণও নেন। ফলে তাঁদের CIBIL স্কোরও অনেক বেশি হয়। এই ভুয়ো আবেদনেও তাই সিবিল স্কোর অনেক বেশি ছিল। সেই কারণে সহজেই ক্রেডিট কার্ড পেয়ে যায় তারা। ফাইল ছবি: ওয়ানকার্ড
5/5ওয়ান কার্ড পরে এই প্রতারণার খবর পায়। কিন্তু ততক্ষণে প্রতারকরা তাদের কার্ড ব্যবহার করে ২১.৩২ লক্ষ টাকার জিনিস কিনে পগার পার হয়ে যায়। বিল গিয়ে দাঁড়ায় এই সেলেব্রিটিদের নামে। সংস্থার অভিযোগ পাওয়ার পর এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোহিত মীনা বলেন, বিষয়টির তদন্ত চলছে, ফলে এই বিষয়ে এখনই বিশদে জানানো যাচ্ছে না। ফাইল ছবি: শাটারস্টক