শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী ছিলেন। তিনি হিন্দুজা গ্রুপ অফ কোম্পানির সিংহভাগ একক শেয়ারহোল্ডার এবং চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের মে পর্যন্ত, তাঁর ভাই গোপীচাঁদের সঙ্গে মিলিয়ে ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তির পদে আসীন ছিলেন।
1/5লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এসপি হিন্দুজা। ৮৭ বছর বয়স হয়েছিল কিংবদন্তি শিল্পপতির। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার পরিবারের এর মুখুপাত্র এই বিষয়ে জানিয়েছেন। চার হিন্দুজা ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিলেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী ছিলেন। তিনি হিন্দুজা গ্রুপ অফ কোম্পানির সিংহভাগ একক শেয়ারহোল্ডার এবং চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের মে পর্যন্ত, তাঁর ভাই গোপীচাঁদের সঙ্গে মিলিয়ে ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তির পদে আসীন ছিলেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5এক বিবৃতিতে হিন্দুজা পরিবার জানিয়েছে, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাই গোপীচাঁদ, প্রকাশ, অশোক এবং সমগ্র হিন্দুজা পরিবার আজ আমাদের পরিবারের পিতৃপুরুষ এবং হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান শ্রী এস পি হিন্দুজা প্রয়াত।’ ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5'তিনি [এসপি হিন্দুজা] আমাদের প্রয়াত পিতা, পিডি হিন্দুজার নীতি ও মূল্যবোধ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন দূরদর্শী ছিলেন। তিনি তাঁর ভাইদের সহায়তায় ব্রিটেন এবং ভারতের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন,' জানিয়েছে পরিবার। ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5'তিনি সমসাময়িকদের মধ্যে একজন কিংবদন্তি ছিলেন। এস পি হিন্দুজা, হিন্দুজা গ্রুপের নীতি ও মূল্যবোধকে প্রকৃত অর্থেই পালন এবং বাস্তবায়িত করেছিলেন। একজন গভীর আধ্যাত্মিক এবং পরোপকারী ব্যক্তি হিসাবে তিনি কর্মে সাহসী এবং হৃদয়ের দিক থেকে উদার ছিলেন,' বিবৃতিতে জানিয়েছে পরিবার। ফাইল ছবি: টুইটার (Twitter)