আরতি ইন্ডাস্ট্রিজের বোনাস শেয়ারের হিস্ট্রি: BSE-র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আরতি ইন্ডাস্ট্রিজ ২০১৯ এবং ২০২১ সালে বোনাস শেয়ার ইস্যু করেছে। উভয় ক্ষেত্রেই, তারা ১:১ অনুপাতে বোনাস শেয়ারের ঘোষণা করেছে।
1/5গত কয়েক বছরে দালাল স্ট্রিটের অন্যতম মাল্টিব্যাগার স্টকের শিরোপা পেয়েছে আরতি ইন্ডাস্ট্রিজ। গত এক দশকে এই শেয়ার দুইবার বোনাস শেয়ার ইস্যু করেছে। এর মাধ্যমে গত ১১ বছর ধরে কোনও বিনিয়োগকারী যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে আজ তিনি ১.৫৫ কোটি টাকার রিটার্ন পাবেন। ফাইল ছবি : পিটিআই (Reuters)
2/5আরতি ইন্ডাস্ট্রিজের বোনাস শেয়ারের হিস্ট্রি: BSE-র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আরতি ইন্ডাস্ট্রিজ ২০১৯ এবং ২০২১ সালে বোনাস শেয়ার ইস্যু করেছে। উভয় ক্ষেত্রেই, তারা ১:১ অনুপাতে বোনাস শেয়ারের ঘোষণা করেছে। ছবি সূত্র: রয়টার্স (Reuters)
3/5২৭ সেপ্টেম্বর ২০১৯-এ, আরতি ইন্ডাস্ট্রিজের শেয়ার ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করার জন্য এক্স-বোনাসে ট্রেড করেছে। একইভাবে, ২২ জুন ২০২১-এ ১:১-এ বোনাস শেয়ার ইস্যুর আগে এক্স-বোনাস ট্রেড করেছে এই শেয়ার। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
4/5অর্থাত্, দুই ক্ষেত্রেই আরতি ইন্ডাস্ট্রিজের যোগ্য শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের জন্য একটি করে বোনাস শেয়ার পেয়েছেন। সুতরাং, দুইবার ১:১ বোনাস শেয়ার ইস্যু করার পর, তাঁদের নেট হোল্ডিংয়ের পরিমাণ নতুন করে বিনিয়োগ ছাড়াই চার গুণ বেড়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters)
5/5সুতরাং, কোনও বিনিয়োগকারী যদি আরতি ইন্ডাস্ট্রিজের শেয়ারে ১১ বছর আগে বিনিয়োগ করে থাকেন, তবে বর্তমানে তাঁর মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৫৬৮টি। বর্তমান বাজার দরে তাঁর মোট শেয়ারের দাম দাঁড়াবে ১.৫৫ কোটি টাকা। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Reuters)