আগামী ৮ মার্চ থেকে এই নীতি কার্যকর হবে। গত মাসে, NSE এবং BSE, উভয়েই ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজ-সহ তিনটি আদানি গ্রুপের সংস্থাকে স্বল্পমেয়াদের অতিরিক্ত নজরদারি কাঠামোর অধীনে যোগ করেছিল। হিন্ডেনবার্গ বিতর্কের পর থেকে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন শুরু হয়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
1/5অতিরিক্ত নজরদারির আওতা থেকে আদানি এন্টারপ্রাইজকে বাদ দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং BSE। সোমবার 'শর্ট-টার্ম অ্যাডিশনবাল সার্ভেলেন্স(ASM)' থেকে বের করা হল আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থাকে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)
2/5আগামী ৮ মার্চ থেকে এই নীতি কার্যকর হবে। গত মাসে, NSE এবং BSE, উভয়েই ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজ-সহ তিনটি আদানি গ্রুপের সংস্থাকে স্বল্পমেয়াদের অতিরিক্ত নজরদারি কাঠামোর অধীনে যোগ করেছিল। হিন্ডেনবার্গ বিতর্কের পর থেকে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন শুরু হয়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)
3/5আদানি এন্টারপ্রাইজেস ছাড়া বাকি দুই সংস্থা হল আদানি পোর্টস এবং অম্বুজা সিমেন্টস। এই দুই সংস্থার নাম যদিও অনেক আগেই, ১৩ ফেব্রুয়ারি এই তালিকা থেকে বাদ দিয়েছিল BSE ও NSE। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Amit Dave/File Photo)
5/5এই নিয়ে গত ১ সপ্তাহে আদানি কর্তাদের অনিদ্রা কিছুটা হলেও লাঘব হয়েছে। এর আগে গত সপ্তাহে, মার্কিন GQG পার্টনার্সের কাছে আদানির চারটি কোম্পানির শেয়ার ১৫,৪৪৬ কোটি টাকায় বিক্রি করা হয়। এর পর থেকেই আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার কিছুটা চাঙ্গা হয়েছে। ফাইল ছবি: এপি (REUTERS/Amit Dave/File Photo)