আগামী ৭-১৫ মার্চ দুবাই, লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সভা করবে আদানি গোষ্ঠী। এই বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তি এমনটাই জানিয়েছেন। তাঁরা নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলিতে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যাবেন।
1/5চলতি সপ্তাহে হংকং এবং সিঙ্গাপুরে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে আদানি গোষ্ঠী। এবার আরও কিছু দেশে যাবেন আদানির প্রতিনিধিরা। বিশ্বজুড়ে ঘুরে ঘুরে বিনিয়োগকারীদের আস্থা ফেরত আনার চেষ্টায় তাঁরা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5আগামী ৭-১৫ মার্চ দুবাই, লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সভা করবে আদানি গোষ্ঠী। এই বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তি এমনটাই জানিয়েছেন। তাঁরা নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় শহরগুলিতে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যাবেন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5অংশ নেবেন আদানি গোষ্ঠীর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জুগেশিন্দর সিং। এর আগে এশিয়াতে, চলতি সপ্তাহের মিটিংয়েও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফাইল ছবি: আদানি গ্রুপ (REUTERS)
4/5শর্টসেলার হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের অভিযোগের বিরুদ্ধে যুক্তি দেবেন তিনি। এই সম্পর্কে বিনিয়োগকারীদের উদ্বেগ কমানোই সংস্থার প্রধান লক্ষ্য। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5প্রসঙ্গত, আদানি গ্রুপ-সমর্থিত চারটি স্টকে ১৫,৪৪৬ কোটি টাকার ব্লক চুক্তি করেছে GQG পার্টনার্স। এর ফলে সংস্থাগুলির শেয়ার শুক্রবার কিছুটা হলেও চাঙ্গা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)