আমাজন ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (AIWA) ... more
আমাজন ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (AIWA) কে কে নিয়োগী বলেন, এটি এই প্ল্যাটফর্মে কর্মরতদের জন্য একটি বড় জয়। শ্রমিকদের লাগাতার দাবি মাথায় রেখে এই দাবি মেনে নিয়েছে আমাজন।
1/5হরিয়ানার সোনিপতে এক গুদাম ফেসিলিটিতে শত-শত বিক্ষোভকারী কর্মীদের আর্জিতে কাজ হল। ছাঁটাইয়ের জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হল Amazon। ফেসিলিটিতে হঠাত্ চাকরি হারান স্টাফিং এজেন্সির মাধ্যমে নিযুক্ত এই কর্মীরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5অ্যামাজন ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (AIWA) কে কে নিয়োগী বলেন, এটি এই প্ল্যাটফর্মে কর্মরতদের জন্য একটি বড় জয়। শ্রমিকদের লাগাতার দাবি মাথায় রেখে এই দাবি মেনে নিয়েছে অ্যামাজন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5কম চাহিদার কারণে পুণে এবং বেঙ্গালুরুর মতো একাধিক স্থানে অ্যামাজন অন-রোল এবং অফ-রোল কর্মীদের ছাঁটাই করেছে। শ্রমিক ইউনিয়নগুলি গত কয়েক মাসে বিভিন্ন রাজ্যে শ্রম বিভাগের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে। ছবি : রয়টার্স (REUTERS)
4/5অ্যামাজন জানিয়েছে, তারা হরিয়ানার সোনিপথের ফুলফিলমেন্ট সেন্টার থেকে কার্যক্রম স্থানান্তরিত করেছে। এই প্রক্রিয়ায় প্রভাবিত কর্মীদের সমস্ত রকম সহায়তা প্রদান করা হচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5এর আগে মানিকন্ট্রোলের এক রিপোর্ট অনুযায়ী, পুনের শ্রম কমিশনারের অফিস আমাজনকে একটি নোটিশ পাঠিয়েছিল। তাতে বরখাস্তের পাশাপাশি স্বেচ্ছায় অবসর প্রক্রিয়ার বিষয়ে জানুয়ারিতে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছিল। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)