কনজিউমার প্রাইস ইনডেক্স(CPI) ভিত্তিক খুচরো মুদ্রাস... more
কনজিউমার প্রাইস ইনডেক্স(CPI) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি মার্চ ২০২৩-এ ৫.৬৬ শতাংশ ছিল। এক বছর আগে এই একই সময়ে তা ৭.৭৯ শতাংশ ছিল।
1/5লাগামছাড়া মূল্যবৃদ্ধি থেকে অবশেষে রেহাই, অন্তত এমনটাই বলছে সরকারি তথ্য। গত ১৮ মাসের মধ্যে সবচেয়ে কম হারে বাড়ল খুচরো পণ্যের মূল্য গত মাসে। এরকমই আশা ছিল অর্থমন্ত্রী সীতারামনের। কার্যত তাতেই শিলমোহর পড়ল এদিন।
2/5কনজিউমার প্রাইস ইনডেক্স(CPI) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি মার্চ ২০২৩-এ ৫.৬৬ শতাংশ ছিল। এক বছর আগে এই একই সময়ে তা ৭.৭৯ শতাংশ ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/5এপ্রিলে খুচরো মূল্যস্ফীতি ২০২১ সালের অক্টোবরের পর থেকে সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। সেই সময়ে রিটেল মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৪৮ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5জাতীয় পরিসংখ্যান অফিসের মতে, এপ্রিলে খাদ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি ছিল ৩.৮৪ শতাংশ। এটি মার্চে ৪.৭৯ শতাংশ ছিল। এক বছর আগের একই সময়ে ৮.৩১ শতাংশ ছিল। ফাইল ছবি: রয়টার্স
5/5জাতীয় পরিসংখ্যান অফিসের মতে, এপ্রিলে খাদ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি ছিল ৩.৮৪ শতাংশ। এটি মার্চে ৪.৭৯ শতাংশ ছিল। এক বছর আগের একই সময়ে ৮.৩১ শতাংশ ছিল। ছবি : রয়টার্স (Reuters)