ফিক্সড ডিপোজিটের বিভিন্ন মেয়াদে সুদের হার ৩% থেকে ৬.২৫% পর্যন্ত করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫% থেকে ৬.৭৫% পর্যন্ত। তবে এর চেয়ে বেশি সুদেরও অপশন রয়েছে। কীভাবে?
1/6Fixed Deposit Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে FD আমানতের সুদের হার বাড়াচ্ছে ছোট-বড় সব ব্যাঙ্কই। এবার সেই তালিকায় সামিল হল ব্যাঙ্ক অফ বরোদা। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/6ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন মেয়াদে সুদের হার ৩% থেকে ৬.২৫% পর্যন্ত করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫% থেকে ৬.৭৫% পর্যন্ত। তবে এর চেয়ে বেশি সুদেরও অপশন রয়েছে। কীভাবে? প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (PTI)
3/6 তিরাঙ্গা প্লাস ডিপোজিট প্ল্যান: ৩৯৯ দিনের বিশেষ মেয়াদে সাধারণ আমানতকারীরা সর্বোচ্চ ৭.০৫% পর্যন্ত সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সেটি ৭.৫৫%। কবে থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হবে? টেবিল: ব্যাঙ্ক অফ বরোদা (PTI)
4/6ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৭ মার্চ ২০২৩ থেকেই এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। ফাইল ছবি: ব্যাঙ্ক অফ বরোদা (PTI)
5/6ব্যাঙ্ক অফ বরোদায় ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটে ৫ বছরের জন্য আমানত করলে, সাধারণ জনগণ ৬.৫০% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭.১৫% সুদের হার পাবেন। ছবি সৌজন্যে: রয়টার্স (PTI)
6/6 ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত ম্যাচিওরিটির ট্যাক্স সেভিং ডিপোজিটের উপর, সাধারণ নাগরিকরা ৬.৫০% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭.৫% হারে সুদ পাবেন। ফাইল ছবি: পিক্সাবে (PTI)