নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রকের এক আধিকারিক জা... more
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানালেন, বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেখানে পুঙ্খানুপুঙ্খ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি(SOP) ও সুরক্ষাবিধির গঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
1/5আগামী ১৬ মে থেকে GST অপব্যবহারের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে কেন্দ্র সরকার। জাল পরিচয়, ভুয়ো নথির মাধ্যমে পণ্য ও পরিষেবা কর (GST)-এর কর তছরুপ রুখে দেওয়াই প্রধান লক্ষ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/5নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রকের এক আধিকারিক জানালেন, বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেখানে পুঙ্খানুপুঙ্খ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি(SOP) ও সুরক্ষাবিধির গঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (HT Photo)
3/5'সন্দেহজনক/জাল GSTIN [GST আইডেন্টিফিকেশন নম্বর] সনাক্ত করতে এবং দুর্নীতি দূরীকরণের জন্য প্রয়োজনীয় ভেরিফিকেশন এবং আরও সুরাহামূলক পদক্ষেপের জন্য ১৬ মে ২০২৩ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্যের কর নিয়ন্ত্রকরা একটি বিশেষ সর্বভারতীয় অভিযান শুরু করবে। GST ইকো-সিস্টেম থেকে এই ভুয়ো বিলার অপসারণ করা হবে এবং সরকারি রাজস্ব রক্ষা করা হবে,' উল্লেখ করা হয়েছে সার্কুলারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
4/5সরকার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এ পরিবর্তন এনেছে। এর মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি এবং এই জাতীয় পেশাদাররা তাঁদের ক্লায়েন্টদের হয়ে আর্থিক লেনদেন করেন। এবার থেকে তাঁদের পিএমএলএ অনুযায়ী ব্যাঙ্কের মতো রিপোর্টিং এজেন্সি হিসাবে গণ্য করা হবে। ফাইল ছবি: পিটিআই (HT Photo)
5/5সময়ের সঙ্গে জাল আধারের ঘটনা ক্রমেই বাড়ছে। উদাহরণস্বরূপ, গুজরাট কর কর্তৃপক্ষ একটি সাম্প্রতিক কেসের উল্লেখ করেছেন। কিছু প্রতারক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের PAN(স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) এবং আধার নম্বরের ভিত্তিতে জাল GST রেজিস্ট্রেশন বের করে নেয়। এরপর তারা স্থানীয় আধার সেবা কেন্দ্রে তাদের ফোন নম্বর এবং আধার ডিটেইলের জালিয়াতি করে কিছু সরকারি প্রকল্পে, ছদ্মবেশে টাকা তুলে নিয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (HT Photo)