সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানোর ফলে প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত ও দূর্নীতিমুক্ত হয়েছে। তার মাধ্যমে ভারতের প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সঞ্চয় হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.১৬ লক্ষ কোটি টাকারও বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
1/5হাতবদলের গল্প নেই। সরাসরি আমজনতার হাতেই পৌঁছে যাবে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা। মোদী সরকারের এই একটি প্রচেষ্টাই বদলে দিয়েছে ছবি। এমনই প্রমাণ মিলছে পরিসংখ্যানে। রবিবার অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব জানান, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা এখন সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5এর ফলে প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত ও দূর্নীতিমুক্ত হয়েছে। তার মাধ্যমে ভারতের প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সঞ্চয় হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.১৬ লক্ষ কোটি টাকারও বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)
3/5আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় সভায় এই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় সচিব। তিনি বলেন, ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) সহজেই বৃদ্ধি করা যায়। এটির পরিচালনা, উন্নতি করাও সহজ। আর এটাই সরকার ও আমজনতার মধ্যে সংযোগ অনেক উন্নত করে দিয়েছে। ছবি : রয়টার্স (Reuters)
4/5বর্তমানে প্রায় সমস্ত সরকারি ভাতা-সুবিধাই সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই অনেক দুর্নীতি হাওয়া হয়ে গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় সচিবের। তাছাড়া নকল/ভুয়ো সুবিধাভোগীদেরও আর বেনামে টাকা তোলার উপায় নেই। ছবি: পিএম কিষান (Reuters)
5/5বর্তমানে পিএম কিষাণ থেকে শুরু করে বিভিন্ন ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রেরণ করে কেন্দ্রীয় সরকার। এর ফলে প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষকেও ব্যাঙ্কমুখী করে তোলা গিয়েছে। কেন্দ্রের এই প্রচেষ্টার সুবিধা পাচ্ছে রাজ্যগুলিও। তারাও বর্তমানে বেশিরভাগ ভাতা-সুবিধা জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)