'রাজস্থানের নাগৌর জেলার দেগানা এলাকায় জিওলজিক্যাল... more
'রাজস্থানের নাগৌর জেলার দেগানা এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI) বড় লিথিয়ামের ভাণ্ডারের খোঁজ পাওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর,' জানিয়েছে সমীক্ষা সংস্থা।
1/5রাজস্থানে লিথিয়ামের বিশাল ভাণ্ডার মিলেছে। সম্প্রতি একাধিক সংবাদ প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছিল। তবে সেই খবর 'ভিত্তিহীন' বলে জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)। মঙ্গলবার এমনটাই জানিয়েছে GSI। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5'রাজস্থানের নাগৌর জেলার দেগানা এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI) বড় লিথিয়ামের ভাণ্ডারের খোঁজ পাওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর,' জানিয়েছে সমীক্ষা সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5আঞ্চলিক সদর দফতর বা GSI-এর কেন্দ্রীয় সদর দফতর মারফত এই ধরনের কোনও তথ্য দেওয়া হয়নি, উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5২০১৯-২০ সাল থেকে রাজস্থানের নাগৌর জেলার দেগানা এলাকায় টাংস্টেন, লিথিয়াম এবং অন্য বিরল ধাতু উত্তোলনের জন্য অনুসন্ধান চালাচ্ছে। সেই বিষয়ে ড্রিলিং কাজ এখনও জারি আছে। তবে এর ফলাফল এখনও কিছু জানা যায়নি। ফাইল ছবি: জিএসআই (Reuters)
5/5আপাতত ড্রিলিংয়ের কাজ শেষ করতে হবে। এরপরেই প্রতিবেদন চূড়ান্ত করা হবে। তবেই ঠিক কতটা ভাণ্ডার রয়েছে, তাই নিয়ে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা যেতে পারে। তার আগে নয়। এমনটাই জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(GSI)। লিথিয়ামকে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরির মূল উপাদান বলে মনে করা হয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)