আর্থিক দুর্দশায় বর্তমানে উড়ান বন্ধ Go First-এর। আ... more
আর্থিক দুর্দশায় বর্তমানে উড়ান বন্ধ Go First-এর। আর সেই শূন্যস্থান পূর্ণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যস্ত রুটে উড়ানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।
1/5কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বর্তমানে ভারতের এভিয়েশন সেক্টরের প্রেক্ষিতে এই প্রবাদ বেশ তাত্পর্যপূর্ণ। কেন? কারণ আর্থিক দুর্দশায় বর্তমানে উড়ান বন্ধ Go First-এর। আর সেই শূন্যস্থান পূর্ণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যস্ত রুটে উড়ানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। ফাইল ছবি: গোফার্স্ট (HT_PRINT)
2/5ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, টাটা-সমর্থিত এয়ার ইন্ডিয়া দিল্লি-শ্রীনগর এবং দিল্লি-লেহ রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করেছে। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
3/5ইন্ডিগো মুম্বই থেকে দু'টি শহরের মধ্যে সংযোগকারী ফ্লাইটও চালু করেছে। অন্যদিকে ভিস্তারাও বসে নেই। সুযোগ বুঝে তারা দিল্লি-মুম্বই রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (HT_PRINT)
4/5গো ফার্স্ট আগামী 'অপারেশনাল' কারণ দেখিয়ে আগামী ২৩ মে পর্যন্ত উড়ান বাতিলের মেয়াদ বাড়িয়েছে। এর আগে, বাতিলের সময়সীমা ছিল ১২ মে পর্যন্ত। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
5/5গত ২ মে, ওয়াদিয়া গ্রুপ ফান্ডেড গো ফার্স্ট স্বেচ্ছায় দেউলিয়া সমাধানের প্রক্রিয়ার জন্য আবেদন দাখিল করে। আর্থিক দায় থেকে মুক্তি চেয়ে একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছে সংস্থা। ফাইল ছবি: টুইটার (HT_PRINT)