'দুঃখের সঙ্গে জানাই, অপারেশনাল কারণে, আগামী ১৯ মে ... more
'দুঃখের সঙ্গে জানাই, অপারেশনাল কারণে, আগামী ১৯ মে ২০২৩ পর্যন্ত গো ফার্স্টের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা ফ্লাইট বাতিলের কারণে সৃষ্ট বিড়ম্বনার জন্য দুঃখিত,' এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
1/5আগামী ১৯ মে পর্যন্ত বাতিল Go First-এর উড়ান। অপারেশনাল কারণে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে বিবৃতি দিয়েছে সংস্থা। (ছবি - ফেসবুক) (Facebook)
2/5'দুঃখের সঙ্গে জানাই, অপারেশনাল কারণে, আগামী ১৯ মে ২০২৩ পর্যন্ত গো ফার্স্টের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা ফ্লাইট বাতিলের কারণে সৃষ্ট বিড়ম্বনার জন্য দুঃখিত,' এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
3/5গো ফার্স্ট এয়ারলাইন জানিয়েছে, শীঘ্রই টিকিটের দাম রিফান্ড করা হবে। বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছে সংস্থা। ফাইল ছবি: পিটিআই (Facebook)
4/5Go First জানিয়েছে, 'অনুগ্রহ করে আমাদের কাস্টমার কেয়ার সেন্টারে 1800 2100 999 -এ যোগাযোগ করুন। আমরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তা আমাদের জানাতে feedback@flygofirst.com-এ লিখুন।' ফাইল ছবি: এপি (Facebook)
5/5বুধবার ট্রাইব্যুনাল গো এয়ারলাইনস(ইন্ডিয়া) লিমিটেডকে দেউলিয়া সুরক্ষা প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশের চতুর্থ বৃহত্তম যাত্রীবাহি বিমান সংস্থা নতুন করে নিজেদের ব্যবসা গড়ে তোলার চেষ্টা করবে বলে জানিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Facebook)