সংসদের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর রিপোর্টটিকে মিথ্যা বলে বর্ণনা করেন। তিনি বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
1/5স্মার্টফোনের জন্য নয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপাতত সরকারের কোনও পরিকল্পনা নেই। প্রি-ইনস্টলড অ্যাপ নিয়েও এখনও সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনটাই জানাল কেন্দ্র। সম্প্রতি পূর্বে উল্লেখিত দাবিগুলি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। প্রতীকী ছবি : এএনআই (HT Tech/Himani Jha)
2/5 সংসদের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর রিপোর্টটিকে মিথ্যা বলে বর্ণনা করেন। তিনি বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস টেক (HT Tech/Himani Jha)
3/5'পুরোটাই ভুয়ো। এমন কোনও 'নিরাপত্তা পরীক্ষা' বা 'ক্র্যাকডাউন' হচ্ছে না। সম্ভবত কম বুঝে এবং অবাধে কল্পনার উপর ভিত্তি করে এই খবর করা হয়েছে,' বলেন তিনি। ফাইল ছবি: এএনআই (HT Tech/Himani Jha)
4/5তিনি বলেন, বিআইএস স্ট্যান্ডার্ডের মোবাইল নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাগুলির একটি পৃথক বিষয়ে মন্ত্রক এবং শিল্প গোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Tech/Himani Jha)
5/5এক সাম্প্রতিক টুইট বার্তায়, তিনি জানান, যে তাঁর দফতর ব্যবসার পরিবেশ আরও সহজ করে তুলতে ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ সালের মধ্যেই ব্যবসা ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর জন্য ইলেকট্রনিক্স উত্পাদন বৃদ্ধিতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করছে কেন্দ্র। ফাইল ছবি: পিটিআই (HT Tech/Himani Jha)