মনে করা হচ্ছে, সাম্প্রতিক ২০ দেশের বৈঠকেই এই সিদ্ধান্ত। ভারত সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য G-7 দেশগুলির সঙ্গে একটি বিশদ আলোচনা করেছিল। এক বছরেরও আগে ইউক্রেনে আক্রমণের পর রুশ তেলে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন-মুলুক ও রাশিয়া-বিরোধী ইউরোপ।
1/5রাশিয়া থেকে তেল আনলেও পশ্চিমী নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে না ভারত। কীভাবে? ওয়াকিবহাল সূত্রের দাবি, ৬০ মার্কিন ডলারের উর্ধ্বসীমার মধ্যেই মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা হবে। ফলে যা হবে, পশ্চিমী বিশ্বের মর্জি মেনেই। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5মানিকনট্রোল সূত্রে খবর, সরকার ব্যাঙ্ক এবং ব্যবসায়ীদের এই নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে। তবে এই বিষয়ে কোনও ভারতীয় আধিকারিক প্রকাশ্যে কোনও নির্দেশিকা পেশ করেননি। ছবি : রয়টার্স (Reuters)
3/5মনে করা হচ্ছে, সাম্প্রতিক ২০ দেশের বৈঠকেই এই সিদ্ধান্ত। ভারত সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য G-7 দেশগুলির সঙ্গে একটি বিশদ আলোচনা করেছিল। এক বছরেরও আগে ইউক্রেনে আক্রমণের পর রুশ তেলে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন-মুলুক ও রাশিয়া-বিরোধী ইউরোপ। প্রতীকী ছবি, সূত্র: রয়টার্স (Reuters)
4/5এদিকে সেই সময়ে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করে। এমন সময়ে পশ্চিমের চোখ রাঙানি উপেক্ষা করেই রাশিয়া থেকে ভারত ও চিন তেল কিনতে শুরু করে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5গত বছর এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের কেউ রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেনি।' এর পাশাপাশি তিনি বলেন, 'কারও আপত্তি থাকতেই পারে। কিন্তু একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের প্রাথমিক কর্তব্য, সবচেয়ে সস্তার উত্স চিহ্নিত করা।' ফাইল ছবি: পিটিআই (Reuters)