HDFC ব্যাঙ্কের ঋণে সুদের হার: ব্যাঙ্কের ওয়েবসাইট ... more
HDFC ব্যাঙ্কের ঋণে সুদের হার: ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ওভারনাইট MCLR এখন থেকে 7.95%। এক মাসের ক্ষেত্রে MCLR 8.10% এবং তিন মাস ও ছয় মাসের MCLR হবে 8.40% এবং 8.80%। এক বছরের MCLR দাঁড়াবে 9.05%, দুই বছরের MCLR হবে 9.10%, এবং তিন বছরের MCLR হবে 9.20%।
1/5ঋণের হার বাড়াল HDFC ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদে MCLR প্রায় ৫-১৫ বিপিএস বাড়িয়েছে HDFC। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, নয়া সুদের হার ৮ মে ২০২৩ থেকে কার্যকর হবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5HDFC ব্যাঙ্কের ঋণে সুদের হার: ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ওভারনাইট MCLR এখন থেকে 7.95%। এক মাসের ক্ষেত্রে MCLR 8.10% এবং তিন মাস ও ছয় মাসের MCLR হবে 8.40% এবং 8.80%। এক বছরের MCLR দাঁড়াবে 9.05%, দুই বছরের MCLR হবে 9.10%, এবং তিন বছরের MCLR হবে 9.20%। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
3/5২০২২ সালের মে থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) রেপো রেট বৃদ্ধির পরে, হোম লোন গ্রহীতাদের উপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। কিস্তি (EMI) ইতিমধ্যেই ২০২২ সালের মে মাস থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কগুলি ক্রমাগতই ঋণের হার বাড়িয়ে চলেছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5প্রসঙ্গত HDFC ব্যাঙ্ক বর্তমানে তার মূল সংস্থা হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে সংযুক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5৫ মে পর্যন্ত, HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ছিল ৯.০৭ লক্ষ কোটি টাকারও বেশি। HDFC-র মার্কেট ক্যাপ ছিল ৪.৯৫ লক্ষ কোটি টাকার বেশি। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)