ULIP-এর জনপ্রিয়তার মূল কারণ হল, এই স্কিমের জন্য প্রদত্ত প্রিমিয়ামে ১.৫ টাকা পর্যন্ত কর-ছাড় পাবেন। ইউলিপ বিনিয়োগে প্রত্যাশা পূরণ না হলে, সেক্ষেত্রে বেরিয়ে আসতেই পারেন। তবে তার জন্য, আপনাকে ইউলিপ-এর জারি করা বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওঁর আপনাকে একটি সারেন্ডার ফর্ম পূরণ করতে দেবেন।
1/6ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান (ULIP) হল একটি বিমা প্রকল্প। এর মাধ্যমে জীবন বিমা এবং বিনিয়োগ- দুই সুবিধা মেলে। ULIP-এ বিনিয়োগের মাধ্যমে ইক্যুইটি, ঋণ এবং বিভিন্ন ধরনের সম্পদে ভারসাম্য রেখে টাকা রাখা যায়। ফাইল ছবি: ইউলিপ (ULIP)
2/6ULIP-এর জনপ্রিয়তার মূল কারণ হল, এই স্কিমের জন্য প্রদত্ত প্রিমিয়ামে ১.৫ টাকা পর্যন্ত কর-ছাড় পাবেন। ফাইল ছবি: রয়টার্স (ULIP)
3/6ইউনিট-লিঙ্কড বিমার লক-ইন পিরিয়ড সাধারণত পাঁচ বছরের হয়, কিন্তু কোনও বিনিয়োগকারী যদি সেই সময়ের আগেই ইউলিপ বন্ধ করতে চান? জানুন কী করবেন। ফাইল ছবি: রয়টার্স (ULIP)
4/6ইউলিপ বিনিয়োগে প্রত্যাশা পূরণ না হলে, সেক্ষেত্রে বেরিয়ে আসতেই পারেন। তবে তার জন্য, আপনাকে ইউলিপ-এর জারি করা বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওঁর আপনাকে একটি সারেন্ডার ফর্ম পূরণ করতে দেবেন। ফাইল ছবি: রয়টার্স (ULIP)
5/6যদি কেউ ULIP-এ বিনিয়োগ করে থাকেন, এবং প্রিমিয়াম শুধুমাত্র দুই বা তিন বছরের জন্যই দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবিলম্বে বন্ধ করে দিতেই পারেন। আগে ইউলিপে তিন বছরের লক-ইন পিরিয়ড থাকত। তবে এখন সেটা ৫ বছর। তাই ৩ বছরের বেশি হয়ে গেলে আর ২ বছর কাটিয়েই সেটা ভাঙতে পারেন। ফাইল ছবি: রয়টার্স (ULIP)
6/6ফলে ন্যূনতম সময় বা লক-ইন পিরিয়ডের সময় পর্যন্তই খালি প্রিমিয়াম দেবেন। এরপর সেটি বন্ধ করে দিতে পারেন। এর পরেও কিন্তু আপনার স্কিম চালু থাকবে। তবে তখন যেটা হবে, তা হল, পলিসির কর্পাস থেকেই বার্ষিক চার্জ কেটে নেবে বিমা সংস্থা। ফলে যদি বন্ধ করার প্ল্যানই থাকে, তবে লক ইন পিরিয়ডের শেষেই ক্লোজ করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার অর্থের অপচয় কম হবে। ফাইল ছবি: পিক্সাবে (ULIP)