ULIP প্ল্যানে অখুশি? জানুন কীভাবে, কখন প্ল্যান ভাঙতে পারেন
Updated: 01 Mar 2023, 04:52 PM ISTULIP-এর জনপ্রিয়তার মূল কারণ হল, এই স্কিমের জন্য প্রদত্ত প্রিমিয়ামে ১.৫ টাকা পর্যন্ত কর-ছাড় পাবেন। ইউলিপ বিনিয়োগে প্রত্যাশা পূরণ না হলে, সেক্ষেত্রে বেরিয়ে আসতেই পারেন। তবে তার জন্য, আপনাকে ইউলিপ-এর জারি করা বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওঁর আপনাকে একটি সারেন্ডার ফর্ম পূরণ করতে দেবেন।
পরবর্তী ফটো গ্যালারি