এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সম্প্রতি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা এনেছে। তাতে তাঁদের উচ্চ পেনশনের অপশন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই EPFO সদস্যদের জন্য পোর্টালে এক নয়া URL চালু হয়ে গিয়েছে। এর মাধ্যমে আরও বেশি পেনশনের জন্য আগামী ৩ মে ২০২৩-এর মধ্যে আবেদন করতে পারবেন।
1/5এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) সম্প্রতি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা এনেছে। তাতে তাঁদের উচ্চ পেনশনের অপশন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই EPFO সদস্যদের জন্য পোর্টালে এক নয়া URL চালু হয়ে গিয়েছে। এর মাধ্যমে আরও বেশি পেনশনের জন্য আগামী ৩ মে ২০২৩-এর মধ্যে আবেদন করতে পারবেন। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
2/5এর জন্য সবার প্রথমে আপনারে e-Sewa পোর্টালে যেতে হবে। সেখানে 'Pension on higher salary: Exercise of joint option on or before May 3, 2023' অপশনটি খুলতে হবে। ফাইল ছবি: ইপিএফও (MINT_PRINT)
3/5এরপর যে পেজ খুলবে, তাতে দুইটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য, তাতে ক্লিক করুন। ফাইল ছবি: ইপিএফও (MINT_PRINT)
4/5সবশেষে আপনার গুরুত্বপূর্ণ তথ্যের বিবরণ দিতে হবে। যেমন জন্মতারিখ, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বর। সবশেষে ক্যাপচা দিয়ে 'Get OTP'-তে ক্লিক করতে হবে। ফাইল ছবি: ইপিএফও (MINT_PRINT)
5/5সেটি করার সঙ্গে সঙ্গে আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। তাতে OTP পাবেন। নতুন পেজে নির্দিষ্ট বক্সে সেই OTP দিয়ে দিলেই আপনার আবেদন শেষ। ছবি: ইপিএফ (MINT_PRINT)