২ কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক ব্যাঙ্ক। এবার থেকে গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৫% থেকে ৭.১০% পর্যন্ত সুদের হার মিলবে ICICI ব্যাঙ্কে।
1/5 ২ কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক ব্যাঙ্ক। এবার থেকে গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৫% থেকে ৭.১০% পর্যন্ত সুদের হার মিলবে ICICI ব্যাঙ্কে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5ব্যাঙ্কের পোর্টাল অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকে এই নতুন FD রেট প্রযোজ্য হবে। নতুন সুদের হারের টেবিল ওয়েবসাইটে প্রকাশ করেছে ICICI ব্যাঙ্ক। ছবি: আইসিআইসিআই ব্যাঙ্ক (Reuters)
3/5ICICI ব্যাঙ্কে ৭ দিন থেকে ২৯ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৩% সুদের হার দেবে। ৩০ দিন থেকে ৪৫ দিনের আমানতে ৩.৫০% সুদ পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5এক বছর থেকে ১৫ মাসের কম সময়ের আমানতে, ICICI ব্যাঙ্কে ৬.৭০% সুদের হার পাবেন। ১৫ মাস থেকে ২ বছরের কম সময়ের FD-তে ৭.১০% সুদ দেবে ICICI ব্যাঙ্ক। ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/5২ বছর এক দিন থেকে ৫ দিনের আমানতে ৭% সুদের হার পাবেন। ৫ বছর একদিন থেকে ১০ বছরের FD-তে ৬.৯% সুদের হার পাবেন। ফাইল ছবি: আইসিআইসিআই ব্যাঙ্ক (Reuters)