ব্রোকারেজ সংস্থা ICICI সিকিউরিটিজের নোটে বলা হয়েছে, '২০২০ সালের সেপ্টেম্বরে নতুন MD(মুরালি রামকৃষ্ণান)-এর যোগদানের পর থেকে তারা ব্যবসায়িক মডেলকে নতুন করে সাজিয়েছে। 6Cs পন্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে CASA, খরচের অনুপাত, গ্রাহকদের পরিষেবা, মূলধন এবং সক্ষমতা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে।
1/5গত ছয় মাসে ১১৪%-এরও বেশি রিটার্ন! শেয়ার বাজারের নতুন মাল্টিব্যাগার স্টকের শিরোপা পেল সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক(SIB)। গত এক বছরে এই ব্যাঙ্কিং স্টক প্রায় ১৩৩%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (Pexels)
2/5ব্রোকারেজ সংস্থা ICICI সিকিউরিটিজের নোটে বলা হয়েছে, '২০২০ সালের সেপ্টেম্বরে নতুন MD(মুরালি রামকৃষ্ণান)-এর যোগদানের পর থেকে তারা ব্যবসায়িক মডেলকে নতুন করে সাজিয়েছে। 6Cs পন্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে CASA, খরচের অনুপাত, গ্রাহকদের পরিষেবা, মূলধন এবং সক্ষমতা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
3/5এই ইতিবাচক প্রচেষ্টায় ব্যাঙ্কের ব্যবসাও ঘুরে দাঁড়িয়েছে। আর তারই প্রভাব পড়েছে তাদের স্টকে। ফাইল ছবি : রয়টার্স (Pexels)
4/5মাত্র ৬ মাস আগে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ৮.৬৫ টাকা করে। সেখান থেকে বেড়ে এখন সেই স্টক ১৮.৮৫ টাকার হয়ে গিয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স (Pexels)
5/5তবে গত ৫ বছরের নিরিখে এখনও সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ার পিছিয়ে রয়েছে। ২০১৮ সালের মার্চে সংস্থার শেয়ার ২৫ টাকার স্তরে ছিল। ফলে বর্তমানে ২৪.৯০% কম রয়েছে। শেষ ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার দর ছিল ২১.৮০ টাকা। সর্বনিম্ন ৭.২৫ টাকা। গ্রাফ: গুগল ফাইন্যান্স (Pexels)