তবে সেই রিপোর্ট নাকচ করেছে IMF। তারা জানিয়েছে, এখন... more
তবে সেই রিপোর্ট নাকচ করেছে IMF। তারা জানিয়েছে, এখনও তারা এই সংক্রান্ত কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি।
1/5IMF থেকে শীঘ্রই আর্থিক সহায়তা পেতে চলেছে পাকিস্তান। সম্প্রতি এক রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে, আন্তর্জাতির আর্থিক তহবিল থেকে টাকা আনার জন্য সমস্ত শর্তই পূরণ করেছে পাকিস্তান। সেই কারণেই এবার ঋণ পেতে চলেছে তারা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5তবে সেই রিপোর্ট নাকচ করেছে IMF। তারা জানিয়েছে, এখনও তারা এই সংক্রান্ত কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি। ফাইল ছবি: এএফপি (Reuters)
3/5এর আগে ২০১৯ সালে নির্দিষ্ট কিছু শর্ত পূরণের সাপেক্ষে পাকিস্তানকে ৬ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্রদানের জন্য একটি চুক্তি সাক্ষর করে IMF। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5পরিকল্পনাটি বেশ কয়েকবার লাইনচ্যুত হয়েছিল এবং দাতা কর্তৃক পাকিস্তানের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পীড়াপীড়ির কারণে সম্পূর্ণ প্রতিদান এখনও মুলতুবি রয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5তবে দিন দিন আরও বেশি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গিয়েছে পাকিস্তান। IMF-এর কাছে ফের ঋণের দাবি করেছে সংস্থা। এরপর পাকিস্তানকে একগুচ্ছ আর্থিক নীতির শর্তাবলী দেওয়া হয়। তাতে বলা হয়, সরকারকে আর্থিকভাবে শক্তিশালী করতে ভর্তুকি হ্রাস করতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে কর। ফাইল ছবি: রয়টার্স (Reuters)