রিইনস্যুওরেন্সের রেট বৃদ্ধির ফলে আগামী মাসে সম্পত্... more
রিইনস্যুওরেন্সের রেট বৃদ্ধির ফলে আগামী মাসে সম্পত্তি, সামুদ্রিক এবং মোটরগাড়ির কভারের উপর বিমা প্রিমিয়াম ন্যূনতম ১০% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
1/5রিইনস্যুওরেন্স বা পুনর্বিমার খরচ ৪০-৬০% বাড়তে চলেছে। ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী অন্য আবহাওয়া-সম্পর্কিত ক্ষতির কারণে এই প্রভাব। সেই কারণেই বিভিন্ন ভারতীয় সংস্থা এবং মোটরগাড়ি মালিকদের বিমার খরচ বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (iStockphoto)
2/5রিইনস্যুওরেন্সের রেট বৃদ্ধির ফলে আগামী মাসে সম্পত্তি, সামুদ্রিক এবং মোটরগাড়ির কভারের উপর বিমা প্রিমিয়াম ন্যূনতম ১০% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (iStockphoto)
3/5'পুনর্বিমা খরচের ফলে প্রপার্টি প্রিমিয়াম ৮-১০% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। একইভাবে, মোটর এবং সামুদ্রিক বিমার কভার বৃদ্ধি পেতে পারে,' বলছেন রিতেশ কুমার, HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্স কোং লিমিটেডের এমডি, সিইও। ফাইল ছবি:পিটিআই (iStockphoto)
4/5ভারতের সাধারণ বিমা ক্ষেত্রে মোট ২৪টি কোম্পানি রয়েছে। স্বাস্থ্য ও কৃষি বিমাকারী বাদে FY23-এ ২.১৫ ট্রিলিয়ন গ্রস প্রিমিয়াম জমা পড়েছে বিমাকারীদের কাছে। যা কিনা আগের বছরের থেকে প্রায় ১৬% বেশি। ফাইল ছবি: পিক্সাবে (iStockphoto)
5/5ICICI Lombard General Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ভার্গব দাশগুপ্ত জানালেন, বেশ কিছু ক্ষেত্রে খরচ এবং ক্ষতি বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারতীয় বিমাকারীদের রিইনস্যুওরেন্সের খরচ বেড়ে গিয়েছে। ফাইল ছবি: আইস্টকফটো (iStockphoto)