ই-পাসপোর্টে মাত্র ১০ মিনিটেই পাশ ইমিগ্রেশন, জানালেন জেট এয়ারওয়েজের CEO
Updated: 03 Apr 2023, 06:03 PM ISTজেট এয়ারওয়েজের CEO সঞ্জীব কাপুর জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সম্প্রতি গিয়েছিলেন তিনি। ই-এনাবেলড পাসপোর্ট কিয়স্কের মাধ্যমে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যায় তাঁর।
পরবর্তী ফটো গ্যালারি