সাদামাটা পোশাক পরেন। থাকেনও সাধারণ মানুষের মতোই। মার্ক জুকারবার্গকে এক নজর দেখলে একেবারে পাশের বাড়ির অতি সাধারণ ছেলে মনে হবে। নিরীহ, শান্তশিষ্ট। কিন্তু তিনি যে একজন দুঁদে জুজুত্সু চ্যাম্পিয়ন, তা কি জানতেন?
1/5বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মার্ক জুকারবার্গ। ফেসবুক(Meta)-র প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু এক ধনী হলেও খুবই সাধারণ জীবনযাপন মার্ক জুকারবার্গের। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
2/5সাদামাটা পোশাক পরেন। থাকেনও সাধারণ মানুষের মতোই। মার্ক জুকারবার্গকে এক নজর দেখলে একেবারে পাশের বাড়ির অতি সাধারণ ছেলে মনে হবে। নিরীহ, শান্তশিষ্ট। কিন্তু তিনি যে একজন দুঁদে জুজুত্সু চ্যাম্পিয়ন, তা কি জানতেন? ফাইল ছবি: ফেসবুক (Facebook)
3/5হ্যাঁ। প্রথম জুজুত্সু টুর্নামেন্টেই সোনা এবং রুপোর মেডেল জিতলেন মার্ক জুকারবার্গ। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
4/5মার্ক জুকারবার্গ কিন্তু আসলে বেশ অ্যাডভেঞ্চারপ্রেমী একজন মানুষ। ওয়েকবোর্ডিং নিয়ে তিনি বেশ প্যাশনেট। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
5/5এছাড়াও প্রায়শই তাঁকে স্কি করতে, সমুদ্রে সার্ফিং করতে দেখা যায় মার্ক জুকারবার্গকে। কাজের ব্যস্ততার মাঝে মার্ক জুকারবার্গের এই দিকটি অনেকেরই অজানা। ফাইল ছবি: ফেসবুক (Facebook)