ক্যাম্পা-র মধ্যে ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন এবং ক্যাম্পা অরেঞ্জ-এই তিনটি ঠাণ্ডা পানীয় রাখা হবে। ক্যাম্পাকোলা হল কোকাকোলা বা থাম্বস আপের মতো। অন্যদিকে ক্যাম্পা লেমন হল সেভেন আপ বা স্প্রাইটের মতো। অন্যদিকে ক্যাম্পা অরেঞ্জ টেক্কা দেবে ফ্যান্টার মতো ড্রিঙ্ককে।
1/6বৃহস্পতিবার ক্যাম্পা কোলা চালুর ঘোষণা করলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা মুকেশ আম্বানি। রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস (RCPL) এবং রিটেইল ভেঞ্চার্সের হাত ধরে ফিরছে ৮০-৯০-এর দশকের জনপ্রিয় ব্র্যান্ড। এর মাধ্যমে কোকাকোলার বাজার দখল নিতে পারেন মুকেশ আম্বানি, মনে করছেন অনেকেই। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/6ক্যাম্পা-র মধ্যে ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন এবং ক্যাম্পা অরেঞ্জ-এই তিনটি ঠাণ্ডা পানীয় রাখা হবে। ক্যাম্পাকোলা হল কোকাকোলা বা থাম্বস আপের মতো। অন্যদিকে ক্যাম্পা লেমন হল সেভেন আপ বা স্প্রাইটের মতো। অন্যদিকে ক্যাম্পা অরেঞ্জ টেক্কা দেবে ফ্যান্টার মতো ড্রিঙ্ককে। ফাইল ছবি: ক্যাম্পা কোলা (Twitter)
3/6বৃহস্পতিবার রিলায়েন্স জানায়, দেশের বাজারে ভারতীয় ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে এবং ভারতী ঐতিহ্যকে ফিরিয়ে আনতে তাদের এই প্রচেষ্টা। ফাইল ছবি: ক্যাম্পা কোলা (Twitter)
4/6RCPL ভারত জুড়ে এই কোল্ড ড্রিঙ্কস বাজারে আনবে। তবে প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে রোলআউট শুরু হবে। অনেকটা জিও-র মতোই, কম দামে উচ্চ মানের কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভারতীয় গ্রাহকদের মন জয় করে নেওয়ার লক্ষ্য স্থির করেছে রিলায়েন্স। ফাইল ছবি: ক্যাম্পা কোলা (Twitter)
5/6রিলায়েন্সের এই সেগমেন্টে ভালই হাত রয়েছে। তাছাড়া নিজেদেরই মুদি-খাদ্যদ্রব্যের রিটেল স্টোর রয়েছে। ফলে বাজার ধরতে তার বেশি সময় লাগবে না। ফাইল ছবি: ক্যাম্পা কোলা (Twitter)
6/6রিলায়েন্স গোষ্ঠীর এক প্রতিনিধি জানান, প্রায় প্রতিটি বাড়ির বড়রাই এক সময়ে ক্যাম্পা কোলা পান করেছেন। ফলে তাঁরা এর মাধ্যমে একটি নস্টালজিয়ার অনুভূতি পাবেন। অন্যদিকে আধুনিক প্রজন্ম এটি পান করে এক নতুনত্বের স্বাদ পাবে। ফাইল ছবি: পিটিআই (Twitter)