NASA-র প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তারা 2023 DW নামের এক নতুন গ্রহাণু ট্র্যাক করছে। এটি ১৪ ফেব্রুয়ারি ২০৪৬-এ পৃথিবী থেকে প্রায় ১১ লক্ষ মাইল দূর দিয়ে চলে যাবে। মহাজাগতিক হিসাবে এই দূরত্ব অনেকটাই কম।
1/5২০৪৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-তেই ঘটতে পারে ভয়ানক কাণ্ড। NASA-র প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তারা 2023 DW নামের এক নতুন গ্রহাণু ট্র্যাক করছে। এটি ১৪ ফেব্রুয়ারি ২০৪৬-এ পৃথিবী থেকে প্রায় ১১ লক্ষ মাইল দূর দিয়ে চলে যাবে। মহাজাগতিক হিসাবে এই দূরত্ব অনেকটাই কম। এই ঘটনায় পৃথিবীর উপর প্রভাব পড়ার একেবারে ক্ষীণ একটি সম্ভাবনা রয়েছে। ছবি : টুইটার (Twitter)
2/5NASA-র গবেষকরা বলছেন, গ্রহাণু 2023 DW প্রায় ১৬২ ফুট চওড়া। অনেকটা ফুটবল মাঠ যতটা লম্বা হয়। এটি সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে ২৭১ দিন সময় নেয়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
3/5কোনও নতুন মহাজাগতিক বস্তু যখন প্রথম আবিষ্কৃত হয়, তখন ত্রুটি কমাতে এবং ভবিষ্যতে তাদের কক্ষপথের সঠিক ভবিষ্যদ্বাণী করতে হলে বেশ কয়েক সপ্তাহের ডেটা লাগে। ফলে এখনই পুরোটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে নাসা। ছবি : নাসা (Twitter)
4/5বর্তমানে Torino স্কেলে ১০-এর মধ্যে মাত্র ১ নম্বর পেয়েছে এই গ্রহাণু। এই Torino স্কেলের মাধ্যমে পৃথিবীর সঙ্গে কোনও গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা মাপা হয়। ১০-এ ১০ মানে সংঘর্ষ হবেই। আর ১০-এ ১ মানে খুবই ক্ষীণ সম্ভাবনা। বিজ্ঞানীরা বলছেন, ৫৬০ ভাগের ১ ভাগ সম্ভাবনা রয়েছে পৃথিবীকে প্রভাবিত করার। ফাইল ছবি: নাসা (Twitter)
5/5NASA-র কক্ষপথ বিশ্লেষকরা বলছেন, তাঁরা গ্রহাণু নিরীক্ষণ চালিয়ে যাবেন। আরও ডেটা আসার সঙ্গে তাঁদের ভবিষ্যদ্বাণী আপডেট করবেন। ছবি : টুইটার (Twitter)