ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) নিয়ে আশাবাদী কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। তাঁর বিশ্বাস, এই ONDC-র মাধ্যমেই ই-কমার্স সংস্থার বাজারে ধুঁকতে থাকা দোকানগুলিকে রক্ষা করা যাবে।
1/5একদিকে ছোট স্টার্টআপ এবং ইকমার্স কোম্পানি। অন্যদিকে দিন-দিন পিছিয়ে পড়তে থাকা সাধারণ দোকান। এই দু'টিকেই এবার জুড়ে দিতে চাইছেন পীযূষ গোয়াল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (HT Print)
2/5আর সেই কারণেই ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) নিয়ে আশাবাদী কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। তাঁর বিশ্বাস, এই ONDC-র মাধ্যমেই ই-কমার্স সংস্থার বাজারে ধুঁকতে থাকা দোকানগুলিকে রক্ষা করা যাবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Print)
3/5ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশনের এক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কয়েকটি প্যাকেটজাত দ্রব্য সংস্থা ডিজিটাল বাণিজ্যের জন্য ওপেন নেটওয়ার্ক (ONDC)-এর সঙ্গে যুক্ত হয়েছে। ফাইল ছবি : মিন্ট (HT Print)
4/5কনজিউমার প্যাকেজড গুডস (CPG) ক্ষেত্রে ONDC নিয়ে আগামিদিনে আরও প্রচারের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। দেশের মধ্যে উত্পাদন খাতে জোয়ার আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকার দ্রব্যের গুণমানের দিকে উল্লেখযোগ্যভাবে নজরদারি চালাবে। ফাইল ছবি: টুইটার (HT Print)
5/5দেশের মধ্যে উত্পাদিত উন্নত মানের পণ্যের জোগান থাকলে তা নিম্নমানের পণ্যের আমদানিও বন্ধ করতে সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি। ফাইল ছবি: পিটিআই (HT Print)