ডন নিউজের এক প্রতিবেদনে লেখা হয়েছে, ফেব্রুয়ারিতে ঘোষণা সত্ত্বেও অনেক উচ্চপদস্থ মন্ত্রী-আমলা এখনও দামি সরকারি SUV এবং সিডান গাড়ি ব্যবহার করছেন।
1/5পাকিস্তান জুড়ে অর্থনৈতিক সঙ্কট। দু'বেলার খাবার জোগাতে হিমসিম খাচ্ছেন আমজনতা। এমন পরিস্থিতিতে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিয়েছে শেহবাজ শরীফ সরকার। চেষ্টা করা হচ্ছে খরচ কমানোর। কিন্তু এমন পরিস্থিতিতেও দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের মন্ত্রীরা। মন্ত্রী পরিষদের অর্ধেকেরও বেশি, এখনও সরকারি দামি গাড়ি ছাড়েননি। ফাইল ছবি: এএফপি (AP)
2/5ডন নিউজের এক প্রতিবেদনে লেখা হয়েছে, ফেব্রুয়ারিতে ঘোষণা সত্ত্বেও অনেক উচ্চপদস্থ মন্ত্রী-আমলা এখনও দামি সরকারি SUV এবং সিডান গাড়ি ব্যবহার করছেন। ফাইল ছবি: এএফপি (AP)
3/5ডন নিউজ জানিয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দারের নেতৃত্বে এক মিটিংয়ে খরচ কমাতে দামি গাড়ি চড়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কমপ্লায়েন্স রিপোর্টে বলা হয়েছে, ৩০টি বিলাসবহুল গাড়ির মধ্যে মোটে ১৪টিই ফেরত এসেছে। বাকি ১৬টি গাড়ি আগের মতোই ব্যবহার করে চলেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। ফাইল ছবি: এএফপি (AP)
4/5খরচ কমানোর প্রচেষ্টা হিসাবে, পাকিস্তানের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারি অফিসকে ১৫% ব্যয় কমাতে এবং বেতন, ভাতা, বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ এবং বিজনেস ক্লাসে বিমান চড়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফাইল ছবি: রয়টার্স (AP)
5/5এই খরচ কাটছাঁটের নির্দেশের পিছনে আরও একটি কারণ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(IMF) থেকে USD ১.১ বিলিয়ন তহবিল আনতে চাইছে পাকিস্তান। সেই টাকা আনার আগে আর্থিক পরামর্শ/সুপারিশ মেনে খরচ কমানোর চেষ্টা শুরু করা হয়। ফাইল ছবি: এপি (AP)