বিশ্লেষকরা বলছেন, ক্রেডিট সুইস ব্যাঙ্কের 'ভারতের ডেরিভেটিভস বাজারে বড়সড় উপস্থিতি রয়েছে।' আপাতত লিকুইডিটির সমস্যা বা কাউন্টার-পার্টি ঝুঁকির বিষয়গুলির দিকে তাকিয়ে তাঁরা।
1/5সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের চেয়েও ইউরোপের ক্রেডিট সুইস গ্রুপ AG-এর কী হয়, সেটাই বেশি গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। এর নিবিড় প্রভাব পড়তে পারে দেশের ব্যাঙ্কিং সেক্টরে। এমনটাই মত বিশ্লেষক সংস্থা জেফারিজ ইন্ডিয়ার। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
2/5বিশ্লেষকরা বলছেন, ক্রেডিট সুইস ব্যাঙ্কের 'ভারতের ডেরিভেটিভস বাজারে বড়সড় উপস্থিতি রয়েছে।' আপাতত লিকুইডিটির সমস্যা বা কাউন্টার-পার্টি ঝুঁকির বিষয়গুলির দিকে তাকিয়ে তাঁরা। জেফারিজের নোট অনুসারে, ভারতে বিদেশি ব্যাঙ্কগুলির ৪% থেকে ৬% সম্পদ রয়েছে। তবে ব্যালেন্স শিটের বাইরের লায়াবিলিটিজে প্রায় ৫০% শেয়ার রয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
3/5ক্রেডিট সুইস ভারতে প্রায় ২০০ বিলিয়ন রুপিরও($২.৪ বিলিয়ন) বেশি সম্পদের মালিক। এটিকে ভারতের ১২ তম বৃহত্তম বিদেশি ঋণদাতা। দক্ষিণ এশীয় দেশে তার মোট দায়ের ৭৩%-ই ঋণ থেকে আসে। এগুলির বেশিরভাগই স্বল্পমেয়াদী। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
4/5বিশেষজ্ঞদের বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক লিকুইডিটির সমস্যা এবং কাউন্টার-পার্টি এক্সপোজারের দিকে নজর রাখবে। প্রয়োজনে হস্তক্ষেপ করবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5ক্রেডিট সুইস প্রায় ৩ বিলিয়ন ফ্রাঙ্ক ($৩.২৩ বিলিয়ন) পর্যন্ত ঋণ সিকিউরিটিজ কেনার প্রস্তাব করছে বলে ঘোষণা করেছে। এর মাধ্যমে বাজারের আস্থা পুনরুদ্ধার করতে সচেষ্ট তারা। ব্যাঙ্কের চিফ এক্সিজি উলরিচ কোরনার অবশ্য বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাঙ্কের আর্থিক অবস্থা ভালই আছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)