গত তিন বছরে SBI-এর আয় প্রায় ৪১% চক্রবৃদ্ধি হারে বে... more
গত তিন বছরে SBI-এর আয় প্রায় ৪১% চক্রবৃদ্ধি হারে বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫৫,৬৪৮ কোটি টাকার মোট মুনাফা বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে।
1/5রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরেই দেশের সবচেয়ে লাভজনক সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২২-২৩ সালের পরিসংখ্যান এটি। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5গত তিন বছরে SBI-এর আয় প্রায় ৪১% চক্রবৃদ্ধি হারে বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫৫,৬৪৮ কোটি টাকার মোট মুনাফা বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5উল্লেখযোগ্য বিষয় হল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাদ দিলে আর কোনও ভারতীয় সংস্থাই ৫০,০০০ কোটি টাকার বেশি মুনাফা করতে পারেনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেট প্রফিট ৬৬,৭০২ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (Reuters)
4/5অর্থাত্, দেশের শীর্ষ দুই প্রতিষ্ঠানই এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন নম্বর স্থানে রয়েছে আরও এক ব্যাঙ্ক। কোন ব্যাঙ্ক? ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/5HDFC ব্যাঙ্ক মুনাফার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। তাদের নেট প্রফিট ছিল ৪৫,৯৯৭ কোটি টাকা। তবে ব্লুমবার্গের এক পূর্বাভাস অনুযায়ী, ONGC সেই স্থান নিয়ে নিতে পারে। চলতি মাসের শেষে আর্থিক রিপোর্ট প্রকাশ করবে তারা। ফাইল ছবি : ব্লুমবার্গ (Reuters)