সম্প্রতি SEBI আদানি-হিন্ডেনবার্গ অভিযোগের তদন্তের ... more
সম্প্রতি SEBI আদানি-হিন্ডেনবার্গ অভিযোগের তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। তারা জানায়, সংস্থার লেনদেন অত্যন্ত জটিল হওয়ায় সেগুলি সঠিকভাবে ট্র্যাক করার জন্য আরও সময় প্রয়োজন।
1/5আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্ত শেষ করার জন্য আগামী ১৪ অগস্ট পর্যন্ত সময় পাবে SEBI। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যদিও আবেদনে ৬ মাসের অতিরিক্ত সময় চেয়েছিল। তবে ৩ মাস সময়ই দিল সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) (Reuters)
2/5সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিচারপতি সাপ্রে প্যানেলের জমা দেওয়া রিপোর্টের কপি আবেদনকারীকে দেওয়া হবে। এতে আগামিদিনে আরও আলোচনায় সহায়তা হতে পারে। এর পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5সম্প্রতি SEBI আদানি-হিন্ডেনবার্গ অভিযোগের তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। তারা জানায়, সংস্থার লেনদেন অত্যন্ত জটিল হওয়ায় সেগুলি সঠিকভাবে ট্র্যাক করার জন্য আরও সময় প্রয়োজন। ফাইল ছবি: এএনআই (Reuters)
4/5এর জন্য প্রায় ৬ মাস সময় চেয়েছিল SEBI। আদালত শুক্রবার তদন্ত শেষ করার জন্য SEBI-কে আরও তিন মাস সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এদিনের রায়েও সেই অনুযায়ী সময় দেওয়া হয়েছে। ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/5এর আগে গত ২ মার্চের আদেশে, সুপ্রিম কোর্ট সেবিকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। ২ মে-এর মধ্যে তদন্ত শেষ হওয়ার কথা ছিল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)