গত ২৯ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সুপ্রিম কোর্টে অনুরোধপত্র দাখিল করেছে। আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত এবং অফশোর সংস্থাগুলির সঙ্গে জড়িত জটিল লেনদেনের বিষয়গুলির উল্লেখ করে বলা হয়েছে, এগুলির জন্য গভীর তদন্তের প্রয়োজন।
1/5আরও তিন মাস পাবে কি সেবি? তা সোমবার বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে আদানি গ্রুপের স্টক ম্যানিপুলেশনের তদন্তের জন্য এর আগে ৬ মাসের সময় চেয়েছিল SEBI। তবে শুক্রবার ৬ মাসের পরিবর্তে ৩ মাসের সময় দেওয়া হবে কিনা, তা সোমবার বিবেচনা করে দেখবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5গত ২৯ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সুপ্রিম কোর্টে অনুরোধপত্র দাখিল করেছে। আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত এবং অফশোর সংস্থাগুলির সঙ্গে জড়িত জটিল লেনদেনের বিষয়গুলির উল্লেখ করে বলা হয়েছে, এগুলির জন্য গভীর তদন্তের প্রয়োজন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5'আমরা তদন্তের জন্য সময় বাড়াব, তবে ছয় মাসের জন্য নয়। আমরা তিন মাসের জন্য সময় বাড়িয়ে দিচ্ছি,' শুক্রবার আদানি গ্রুপ-হিন্ডেনবার্গ রিপোর্টের শুনানির সময়ে সেবিকে এমনটাই জানায় সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: পিটিআই (Reuters)
4/5প্রধান বিচারপতি ডঃ ধনঞ্জয়া যশবন্ত চদ্রচূদের নেতৃত্বে এবং বিচারপতি পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালার বেঞ্চ শুক্রবার শুনানি করে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (Reuters)
5/5গত ২ মার্চ, শীর্ষ আদালত হিন্ডেনবার্গ রিপোর্টের প্রেক্ষিতে আদানি গ্রুপের সিকিউরিটিজ আইনের লঙ্ঘন তদন্ত করার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবিকে নির্দেশ দিয়েছিল। এর ফলে আদানি গ্রুপের শেয়ার বাজার মূল্যে প্রায় ১৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)