সেবি(SEBI), তদন্ত সংস্থাগুলি এই বিশেষজ্ঞ প্যানেলকে গোটা বিষয়টি যাচাইকরণে সহায়তা করবে। এই বিশেষজ্ঞ প্যানেল কী করবেন? তাঁরা সামগ্রিকভাবে আদানি কাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। সেই সঙ্গে গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করা হবে।
1/5বৃহস্পতিবার আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওপি ভাট, কেভি কামাথ, নন্দন নিলেকানি, সোমশেখর সুন্দরেসান। ফাইল ছবি: রয়টার্স, পিটিআই (Reuters, PTI)
2/5সেবি(SEBI), তদন্ত সংস্থাগুলি এই বিশেষজ্ঞ প্যানেলকে গোটা বিষয়টি যাচাইকরণে সহায়তা করবে। এই বিশেষজ্ঞ প্যানেল কী করবেন? তাঁরা সামগ্রিকভাবে আদানি কাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। সেই সঙ্গে গোটা পরিস্থিতির কারণ কী তা জানার চেষ্টা করা হবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters, PTI)
3/5আগামিদিনে বিনিয়োগকারীদের সচেতনতা জোরদার করার জন্যও কোনও নয়া সুরক্ষা নীতির পরামর্শ দিতে পারেন তাঁরা। এই ঘটনায় SEBI-র কোনও গাফিলতি ছিল কিনা, তাও জানাবেন এই সুপ্রিম কোর্ট স্থাপিত কমিটি। ফাইল ছবি: মিন্ট (Reuters, PTI)
4/5আগামী দুই মাসের মধ্যেই সেবি-র তদন্ত কত দূর এগিয়েছে, তার রিপোর্ট চেয়েছে এই কমিটি। বাজার নিয়ন্ত্রক SEBI ইতিমধ্যেই সম্ভাব্য নিয়ম লঙ্ঘন চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। তাতে আদানির বিরুদ্ধে তোলা হিন্ডেনবার্গের অভিযোগের তদন্ত করা হচ্ছে। সেবি জানিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য তাদের একটি বিদ্যমান ব্যবস্থা রয়েছে। বাজার নীতি সংক্রান্তও নিয়মবলী মেনে তদন্ত করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (Reuters, PTI)
5/5গত ২৪ জানুয়ারি প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে, আদানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। বিদেশে শেল কোম্পানি খুলে বেনামে নিজেদের শেয়ারই কিনেছে আদানি গোষ্ঠী। ফলে তাদের হাতেই সিংহভাগ শেয়ারের মালিকানা। এর ফলে SEBI-র নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। ফাইল ছবি: রয়টার্স (Reuters, PTI)