বর্তমানে FD Rate কত চলছে, সেই বিষয়ে আপডেটেড থাকতে চান সকলে। আর সেই কারণেই আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল সেরা ৫টি FD রেট। সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়েই এই তালিকা। সেখানে সিনিয়র সিটিজেনরা ৮.৫% পর্যন্ত বার্ষিক সুদ পেয়ে যাবেন।
1/7ফিক্সড ডিপোজিট এখনও সিংহভাগ মানুষেরই বিনিয়োগের প্রথম পছন্দ। আর সেই কারণেই বর্তমানে FD Rate কত চলছে, সেই বিষয়ে আপডেটেড থাকতে চান সকলে। আর সেই কারণেই আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল সেরা ৫টি FD রেট। সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়েই এই তালিকা। সেখানে সিনিয়র সিটিজেনরা ৮.৫% পর্যন্ত বার্ষিক সুদ পেয়ে যাবেন। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
2/7প্রথামাফিকই সিনিয়র সিটিজেন হলে তাঁর নিয়মমাফিক আরও বেশি সুদ পাবেন। অনেকে তাই মা-বাবার নামেও FD করে নিজেদের সঞ্চয়ের টাকা ফিক্সড ডিপোজিট করেন। ফাইল ছবি: পেক্সেলস (Pexels)
3/7বন্ধন ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বন্ধন ব্যাঙ্ক ইদানিং সবার মুখে মুখে ঘুরছে। কেন? কারণ অবিশ্বাস্য ৮.৫% হারে FD ইন্টারেস্ট রেট পাবেন এই বেসরকারি ব্যাঙ্কে। ৬০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৮% হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৮.৫% হারে বার্ষিক রিটার্ন পাবেন। ফাইল ছবি: পিটিআই (Pexels)
4/7Yes ব্যাঙ্ক: আরও এক বেসরকারি ব্যাঙ্ক। এখানে ৩৫ মাসের স্থায়ী আমানতে(FD) সাধারণ নাগরিকরা ৭.৭৫% হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৮.২৫% ইন্টারেস্ট পাবেন। ফাইল ছবি: মিন্ট (Pexels)
5/7Axis ব্যাঙ্ক: ২৪ মাস থেকে ৩০ মাসের কম সময়ের বিনিয়োগে ৭.২৬% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই একই মেয়াদে ৮.০১% হারে সুদ দেবে অ্যাক্সিস ব্যাঙ্ক। ফাইল ছবি: রয়টার্স (Pexels)
6/7স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ব্যাঙ্কিং নিয়ে আলোচনা হবে, আর দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর নাম আসবে না, তা-ও হয়! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.১০% হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি। তাঁরা ৭.৬০% রেটে FD ইন্টারেস্ট পাবেন। ফাইল ছবি: ব্লুমবার্গ (Pexels)
7/7পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক: PNB-তে ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫% হারে সুদ পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ প্রযোজ্য হবে। ফাইল ছবি: পিটিআই (Pexels)