এমনটাই যদি হয়ে থাকে, তবে দ্রুত তা আপডেট করিয়ে নিন।... more
এমনটাই যদি হয়ে থাকে, তবে দ্রুত তা আপডেট করিয়ে নিন। এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ। তাতে অ্যাকাউন্টধারীদের দ্রুত লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে। এর সময়সীমাও জানানো হয়েছে।
1/5ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে এখন প্রায় সবারই ফোন নম্বর লিঙ্ক করা আছে। একইভাবে কিন্তু আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্টের সঙ্গেও ফোন নম্বর লিঙ্ক করা প্রয়োজন। অনেকেই এখনও পোস্ট অফিসের সঙ্গে নিজের ফোন নম্বরের রেজিস্ট্রেশন করাননি। ফাইল ছবি: ইন্ডিয়া পোস্ট (MINT_PRINT)
2/5এমনটাই যদি হয়ে থাকে, তবে দ্রুত তা আপডেট করিয়ে নিন। এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ। তাতে অ্যাকাউন্টধারীদের দ্রুত লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে। এর সময়সীমাও জানানো হয়েছে। ফাইল ছবি: ইন্ডিয়া পোস্ট (MINT_PRINT)
3/5আগামী ১.০৪.২০২৩ সাল থেকে ফোন নম্বর লিঙ্ক করা আবশ্যিক হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডাক বিভাগ। ফাইল ছবি: টুইটার (MINT_PRINT)
4/5আপনার পোস্ট অফিসের শাখায় গিয়ে জানালেই এই বিষয়ে আপনাকে সহায়তা করবে ডাক বিভাগ। প্রতীকী ছবি : মিন্ট (MINT_PRINT)
5/5পরে নম্বর আপডেটও করতে পারেন। এর জন্য আপনার মোবাইল ফোনে IPPB অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সেখানে ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মধ্যে এটি পেয়ে যাবেন। ফাইল ছবি: গুগল প্লে (MINT_PRINT)