লেবানিজ পাউন্ড সেদেশের সরকারি মুদ্রা। বর্তমান বাজারে ডলারের প্রেক্ষিতে রেকর্ড সর্বনিম্নে পৌঁছে গিয়েছে লেবানিজ পাউন্ড। মঙ্গলবার রেকর্ড তলানিতে পৌঁছে গিয়েছে লেবানিজ পাউন্ডের দর।
1/5চরম দারিদ্রে আরও এক মুসলিম প্রধান দেশ। পশ্চিম এশিয়ায়, ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের দেশ লেবানন। ভয়ানক আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5লেবানিজ পাউন্ড সেদেশের সরকারি মুদ্রা। বর্তমান বাজারে ডলারের প্রেক্ষিতে রেকর্ড সর্বনিম্নে পৌঁছে গিয়েছে লেবানিজ পাউন্ড। মঙ্গসবার রেকর্ড তলানিতে পৌঁছে গিয়েছে লেবানিজ পাউন্ডের দর। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5লেবাননের এই দুরাবস্থার কারণ কী? রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতাশালীদের ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থার কারণে ২০১৯ সাল থেকে লেবাননের অর্থনীতিতে ধস নামে। এরপর থেকেই এক নাগাড়ে লেবানিজ পাউন্ডের দরপতন হয়েছে। ফাইল ছবি: এপি (REUTERS)
5/5বর্তমানে লেবাননের মোট জনসংখ্যা ৬০ লক্ষ। তার তিন-চতূর্থাংশই চরম দারিদ্রের মধ্যে রয়েছেন। দু'বেলা খাবার জোটাতেই হিমসিম খাচ্ছেন দেশের সিংহভাগ মানুষ। অন্যদিকে খুব শীঘ্রই সমাধানের ইঙ্গিতও মিলছে না। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)