গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গের রিপোর্টে এই সংস্থাগুলির মাধ্যমে বেনামে নিজেদের শেয়ার কেনানোর অভিযোগ তোলা হয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।
1/5মরিশাস থেকে বেনামে শেয়ার কিনিয়েছে আদানি গোষ্ঠী। এভাবে কৃত্রিম চাহিদা তৈরি করে স্টকের দাম বাড়ানোর অভিযোগ। কিন্তু তা সত্ত্বেও এই নিয়ে কেন তদন্ত করছে না SEBI? সরাসরি সেই প্রশ্নই তুলে ধরলেন RBI-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5আদানির বিরুদ্ধে ৬.৯ বিলিয়ন মার্কিন ডলারের ৯০%-ই বেনামে পকেটে ঢুকিয়ে ফেলার অভিযোগ রয়েছে। ইলারা ইন্ডিয়া অপর্চুনিটিস ফান্ড, ক্রেস্টা ফান্ড, আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড এবং এপিএমএস ইনভেস্টমেন্ট ফান্ড -এই চার 'শেল' কোম্পানির মাধ্যমে আদানি গোষ্ঠীর শেয়ার কেনার অভিযোগ রয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গের রিপোর্টে এই সংস্থাগুলির মাধ্যমে বেনামে নিজেদের শেয়ার কেনানোর অভিযোগ তোলা হয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে। ফাইল ছবি: এপি (Reuters)
4/5এই প্রসঙ্গে রঘুরাম রাজন বলেন, 'এখন মূল সমস্যা হল সরকার এবং সংস্থাগুলির মধ্যে অ-স্বচ্ছ সংযোগের জায়গাগুলি কমানো। নিয়ন্ত্রকদের তাদের কাজ করতে দেওয়া, পারতপক্ষে উত্সাহিত করা উচিত্ সরকারের।' ফাইল ছবি: রয়টার্স (Reuters)
5/5এরপরেই প্রাক্তন RBI গভর্নরের প্রশ্ন, 'সেবি এখনও সেই মরিশাস তহবিলের মালিকানা খুঁজে বের করতে পারল না কেন? তদন্তকারী সংস্থার কি কারও সাহায্যের প্রয়োজন?' ফাইল ছবি: মিন্ট (Reuters)