অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চান। সত্যিই তো, ট্রেনের পিছনের দিকে এভাবে উজ্জ্বল রঙের ক্রস(X) চিহ্ন দিয়ে রাখার অর্থ কী? এই কৌতূহলেরই এবার সমাধান করল ভারতীয় রেল।
1/5দূরপাল্লার ট্রেনের পিছনে 'X' বা ক্রস চিহ্ন থাকে। খেয়াল করেছেন নিশ্চই? প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাওয়ার সময়ে তার পিছনের এই নকশা দেখা যায়। কিন্তু এহেন 'ক্রস' চিহ্নের মানে কী? ফাইল ছবি: ভারতীয় রেলওয়ে (Indian Railways)
2/5অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চান। সত্যিই তো, ট্রেনের পিছনের দিকে এভাবে উজ্জ্বল রঙের ক্রস চিহ্ন দিয়ে রাখার অর্থ কী? ফাইল ছবি: মিন্ট (Indian Railways)
3/5এই কৌতূহলেরই এবার সমাধান করল ভারতীয় রেল। রেল মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে একটি টুইট করা হয়েছে। তাতে সেই 'রহস্যে'র সমাধান করা হয়েছে। কী জানিয়েছে রেল মন্ত্রক? ফাইল ছবি: ভারতীয় রেল (Indian Railways)
4/5ভারতীয় রেল জানিয়েছে, ট্রেনের শেষ বগিতে 'X' অক্ষর আসলে এটই বোঝায় যে, সম্পূর্ণ ট্রেনটিই পাস করল। অর্থাত্, ট্রেনের কোনও কোচ মাঝখান থেকে খুলে আলাদা হয়ে যায়নি। পুরো ট্রেনের সব কামরাই যাচ্ছে। শেষ কামরা যে সেটিই, তা বোঝানোর জন্য এই ক্রস চিহ্ন দেওয়া হয়। ফাইল ছবি: টুইটার (Indian Railways)
5/5বিশেষজ্ঞদের মতে, এর পাশাপাশি উজ্জ্বল রঙের কারণে অন্ধকার বা কুয়াশায় এটি আলো প্রতিফলিত করে। ফলে ট্রেনের পিছনের অংশের দৃশ্যমানতাও বৃদ্ধি করে। সেই কারণেই ট্রেনের শেষ বগিতে এভাবে উজ্জ্বল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়। ফাইল ছবি: পিটিআই (Indian Railways)