বাংলা নিউজ > ঘরে বাইরে > বাড়ির ছাদ ফুঁড়ে এসে আছড়ে পড়ল উল্কা! অল্পের জন্য প্রাণরক্ষা

বাড়ির ছাদ ফুঁড়ে এসে আছড়ে পড়ল উল্কা! অল্পের জন্য প্রাণরক্ষা

ফাইল ছবি: টুইটার (Twitter)

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর কয়েক'শো থেকে এক হাজার উল্কা পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে। এর বেশিরভাগেরই ওজন এক পাউন্ডের নিচে।

বাড়িতে বসে আছেন। দিব্যি রিল্যাক্স করছেন। এমন সময়ে ছাদে দুম করে আওয়াজ। রীতিমতো ছাদ ফুঁড়ে বৈঠকখানায় এসে পড়ল এক বিশাল পাথরের টুকরো। ভাবছেন এমনটা আবার হয় নাকি! হ্যাঁ, বাস্তবেই এমনটা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। বাড়ির ছাদ ফুঁড়ে ঘরের ভিতর এসে পড়ল উল্কা।

হোপওয়েল টাউনশিপের পুলিশ দফতর জানিয়েছে, সোমবার বিকেলে বাড়িতে এই উল্কা এসে পড়ে। সেই উল্কার মধ্যে ধাতব উপাদান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। আরও পড়ুন: Rare Meteorite in India after 170 Years: ১৭০ বছর পর ফের ঘটে এমনটা, গুজরাটে ভেঙে পড়া বিরল উল্কায় লুকিয়ে বহু রহস্য

আকারে যদিও এই উল্কা-অবশেষ খুব বেশি বড় নয়। ৬ ইঞ্চি বাই ৪ ইঞ্চি হবে। তবে সেটাই কারও মাথায় পড়লে যে ভয়াবহ অঘটন ঘটতে পারত, তা বলাই বাহুল্য। বাড়ির কাঠের মেঝেতে পড়ে থাকা সেই উল্কা দেখে কার্যত অবাক হয়ে যান পুলিশকর্মীরা।

পুলিশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, 'এই ঘটনায় কেউ আহত হননি। মহাজাগতিক বস্তুটি সনাক্ত করতে এবং সেই নিয়ে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সংস্থাদের খবর দেওয়া হয়েছে। ইটা অ্যাকুয়ারিডস নামের উল্কা বৃষ্টির অংশ হতে পারে এটি। তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।'

ইটা অ্যাকুয়ারিডস উল্কাবৃষ্টি প্রতি ৭৫ বছরে ফিরে আসে। ১৯৮৬ সালে শেষবার এই উল্কাবৃষ্টি হয়েছিল। ফের ২০৬১ সালে এটি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর কয়েক'শো থেকে এক হাজার উল্কা পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে। এর বেশিরভাগেরই ওজন এক পাউন্ডের নিচে।

প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউট অনুসারে, বেশিরভাগ উল্কাগুলি সমুদ্রে বা গ্রহের প্রত্যন্ত অঞ্চলে অবতরণ করার কারণে উদ্ধার করা হয় না।

প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউট জানিয়েছে, বেশিরভাগ উল্কাই সমুদ্রে বা পৃথিবীর কোনও প্রত্যন্ত অঞ্চলে এসে নামে। সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই উল্কাদের পতনের বিষয়ে জানা যায় না।

প্রায় ৫ শতাংশ উল্কা লোহার উপাদানে তৈরি। বাকি ৯৫ শতাংশ পাথর। আরও পড়ুন: World Meteorological Day 2023: বিশ্ব আবহাওয়া দিবসে ২০২৩: নয়া বার্তা রাষ্ট্রসঙ্ঘের, নেপথ্যে বড় কারণ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন