সোশাল মিডিয়া এক আজব জায়গা। একদিকে যেমন এর অনেক ফায়দা, আবার অন্যদিকে বহু সমস্যা। সোশাল মিডিয়ার মাধ্যমে পুরোনো চেনা মানুষের খোঁজ পাওয়া যায়। অনেক ঘটনা সম্পর্কে অবহিত হওয়া যায়। এসবই সত্যি। এবং এগুলি অত্যন্ত সুবিধাজনকও বটে।
আবার উলটো দিকে এই সোশাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর প্রচার করা হয়। যার ফলে বহু বিভ্রান্তি ছড়ায়। এমনকী, তা কখনও কখনও বিরাট সমস্যাও তৈরি করতে পারে।
সোশাল মিডিয়ার দৌলতে এখন একটি চেনা শব্দ হল - 'ভাইরাল'। লোকে ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে। কোনও নির্দিষ্ট ঘটনা যেমন ভাইরাল হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। তেমনই আবার অনেক সময়েই ভাইরাল বহু কনটেন্ট আসলে হয় ভুয়ো!
বয়স ৭৫ হলেই আর দিতে হবে না আয়কর?
সম্প্রতি এই বিষয়টি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নানা ধরনের ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, এবার থেকে ভারতীয় নাগরিকদের বয়স ৭৫ বছর হলেই নাকি তাঁদের আর আয়কর দিতে হবে না!
কিন্তু, কেন করা হচ্ছে এই দাবি?
বলা হচ্ছে, যেহেতু ইতিমধ্যেই ভারতের স্বাধীনতা ৭৫ বছর পার হয়ে গিয়েছে, তাই এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে কেবলমাত্র ৭৫ বছর বা তার বেশি বয়সী ভারতীয়দের জন্য।
সেই ভাইরাল বার্তায় আরও দাবি করা হয়েছে, ভারতে যত ৭৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক আছেন, যাঁরা মূলত তাঁদের পেনশনের টাকায় জীবন ধারণ করেন, তাঁদের নিজেদের আয়ের জন্য কোনও কর দিতে হবে না। এমনকী, তাঁদের আয়কর রিটার্নও ফাইল করতে হবে না বলে ওই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছে।
প্রবীণ নাগরিকদের কল্যাণের উদ্দেশে এবং তাঁদের কিছুটা হলেও আর্থিক স্বস্তি দিতে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানাচ্ছে ওই ভাইরাল বার্তা।
কোন সূত্রে করা হচ্ছে এমন দাবি?
ওই ভাইরাল বার্তাতেই লেখা হয়েছে - 'কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের পেশ করা তথ্য অনুসারে প্রবীণ নাগরিকদের এই বিশেষ করছাড় দেওয়া হচ্ছে। এর জন্য সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় বদল আনা হয়েছে। ৩১ নম্বর নীতি, ৩১৪ নম্বর নীতি, ফর্ম ২৪০ এবং প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন: ৭৫ বছর ও তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের সুবিধা পেতে ব্যাঙ্কে বিবিএ আবেদন জমা করতে হবে - মহারাষ্ট্র প্রবীণ নাগরিক মহাসংঘ - মুম্বই - নবী মুম্বই সম্ভাগ। প্রবীণ নাগরিকদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ মেসেজ। এটি আপনি অন্যদের সঙ্গেও শেয়ার করুন।'
এই ভাইরাল বার্তা কি আদৌ সত্যি?
সরকারের তরফেই এই ভাইরাল মেসেজের ফ্য়াক্ট চেক করানো হয়। পিআইবি ফ্যাক্ট চেক কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, এই ভাইরাল বার্তা একেবারেই ভুয়ো।
যার অর্থ হল, ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয়রা এত দিন যেসমস্ত কর দিয়ে আসছেন, তার সবই তাঁদের দিয়ে যেতে হবে। তাঁদের কোনও ধরনের বিশেষ করছাড় দেওয়া নিয়ে সরকারের তরফে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
তবে, ৭৫ বছর বা তার বেশি বয়সী সেইসব প্রবীণ নাগরিক, যাঁরা পেনশন এবং জমা অর্থের সুদ বাবদ অত্যন্ত কম টাকা উপার্জন করেন, তাঁদের আইটিআর জমা করতে হবে না (১৯৪পি ধারা অনুসারে)। এছাড়া, তাঁদের আর কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি।