বাংলা নিউজ > ঘরে বাইরে > PIB Factchecks Trinamool Leader: বিদেশে ক্রেডিট কার্ড লেনদেনে TCS কাটা নিয়ে ভুয়ো দাবি তৃণমূল নেতার, শুধরে দিল PIB

PIB Factchecks Trinamool Leader: বিদেশে ক্রেডিট কার্ড লেনদেনে TCS কাটা নিয়ে ভুয়ো দাবি তৃণমূল নেতার, শুধরে দিল PIB

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে টিসিএস কাটা নিয়ে ভুয়ো টুইট তৃণমূল নেতার (AP)

লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমের মাধ্যমে বিদেশে করা ক্রেডিট কার্ড লেনদেনের ওপর ২০ শতাংশ টিসিএস বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একটি অর্থবর্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি বিদেশে সাত লাখ টাকার বেশি খরচ করা হয়, তাহলেই ২০ শতাংশ টিসিএস কাটা হবে।

লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমের মাধ্যমে বিদেশে করা ক্রেডিট কার্ড লেনদেনের ওপর ২০ শতাংশ টিসিএস বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একটি অর্থবর্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি বিদেশে সাত লাখ টাকার বেশি খরচ করা হয়, তাহলেই ২০ শতাংশ টিসিএস কাটা হবে। তবে এই ইস্যুতে একটি টুইট করে তৃণমূল নেতা সাকেত গোখলে দাবি করেন, বিদেশে সব খরচের ওপরই টিসিএস কাটবে সরকার। এই নিয়ে মোদী সরকারকে তোপ দাগেন তিনি। এরপরই তাঁর সেই টুইটের স্ক্রিনশট নিয়ে পোস্ট করে পিআইবি। পিআইবির টুইটে স্পষ্ট করে লেখা হয়, দাবি করা হচ্ছে যে ব্যাঙ্ক এই বিষয়ে নিশ্চিত হতে পারবে না যে আপনি বিদেশে ৭ লাখ টাকার কম খরচ করেছেন কি না। তবে এই দাবি মিথ্যা। আসল তথ্য হল লিবারেলাইজড রেমিট্যান্স স্কিমের মাধ্যমে একজন ব্যক্তি বিদেশে কত টাকা খরচ করছেন, তার ওপর নাজর রাখে আরবিআই।

এর আগে সাকেত গোখলে একটি টুইট করে লেখেন, 'মানুষকে বোকা বানানোর ক্ষেত্রে মাস্টার মোদী সরকার আর বিজেপি। নতুন ঘোষণায় বিদেশে লেনদেনের ক্ষেত্রে কোনও বদলই আসেনি। আপনার সব লেনদেনেই ২০ শতাংশ করে টিসিএস কাটা হবে। সেই টাকা আপনার কার্ডের বিলের সঙ্গে পাঠানো হবে। পরে রিটার্ন ফাইল করলে সেই টাকার রিফান্ড পেতে পারেন আপনি।' তিনি আরও লেখেন, ‘বিদেশে লেনদেনের ক্ষেত্রে সাত লাখ টাকা পর্যন্ত ছাড়েল ঘোষণা করে সবার চোখে ধুলো দিচ্ছে সরকার। আপনি সাত লাখের কম খরচ করেছেন কি না, সেই বিষয়ে ব্যাঙ্ক নিশ্চিত হতে পারবে না। এর জেরে আপনার প্রতি লেনদেনের ওপরই ২০ শতাংশ টিসিএস কাটা হবে। পরে আপনি যদি সাত লাখ টাকার কম খরচ করে থাকেন, তাহলে আপনি টিসিএস ফেরত চাইতে পারবেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে একটি নোটিফিকেশনের মাধ্যমে বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারের ওপর ২০ শতাংশ টিসিএস ধার্য করার ঘোষণা করে সরকার। ফরেন এক্সেঞ্জ ম্যানেজমেন্ট রুলে বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারের নিয়মে পরিবর্তন করার মাধ্যমে এই টিসিএস কাটা হবে। তবে যদি সেই খরচের পরিমাণ সাত লাখ টাকার বেশি হয়, তবেই এই টিসিএস কাটা হবে। তাছাড়া শিক্ষা এবং চিকিৎসার জন্য খরচ করা অর্থের ওপর টিসিএসঃ-এ ছাড় দেবে সরকার। আগামী ১ জুলাই থেকে বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারের ওপর এই টিসিএস ধার্য হবে। বিদেশে বেশি টাকার লেনদেনের ওপর নজর রাখার জন্যই সরকার এই পদক্ষেপ করেছে।

ঘরে বাইরে খবর

Latest News

'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.