দু'মাস আগে আমেরিকার বস্টনের এক বাসিন্দার শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রিচার্ড রিক স্লেম্যান নামক সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই অপারেশনের দুই মাসের মধ্যে। মৃত্যুকালে রিচার্ডের বয়স ছিল ৬২ বছর। তবে যে হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, তারা দাবি করেছে, রিচার্ডের মৃত্যুর যে কিডনি প্রতিস্থাপনের জন্যেই হয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি। কিডনি প্রতিস্থাপনের আগে বছরের পর বছর ধরে টাইপ ২ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন রিচার্ড। প্রসঙ্গত, এর আগেও একবার কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রিচার্ড। ২০১৮ সালে সেই অপারেশন হয়েছিল। এরপর কয়েক বছরের মতো ভালো থাকার পর ফের সমস্যায় পড়েন তিনি। শুরু করতে হয় ডায়ালাইসিস। এই আবহে তাঁর শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। দাবি করা হয়েছিল, এই কিডনির সাহায্যে অন্তত ২ বছর সুস্থ অবস্থায় বাঁচতে পারবেন রিচার্ড। (আরও পড়ুন: এই দিনের আগে কিনুন স্টক… শেয়ার বাজার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অমিত শাহের)
আরও পড়ুন: 'আমাদের সেনা পারে না...', ভারতীয় জওয়ানদের সরিয়ে 'অক্ষমতা' স্বীকার মলদ্বীপের
এর আগে পরীক্ষামূলক ভাবে ব্রেন-ডেড রোগীর শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপিত করা হয়েছিল। এছাড়াও ব্রেন ডেড রোগীর শরীরে দু'বার শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের চেষ্টাও হয়। তবে তা সফল হয়নি। এই আবহে রিচার্ড প্রথম জীবিত ব্যক্তি ছিলেন, যার শরীরে শুয়োরের কোনও অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। গত মার্চে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতালে রিচার্ডের শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। দীর্ঘ চারঘণ্টা ধরে সেই অপারেশন হয়েছিল। এরপর দুই সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণ শেষে এপ্রিলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আর দু'দিন আগে তাঁর মৃত্যু হয়। এদিকে রিচার্ড রিক স্লেম্যানের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। তবে তাঁরা জানান, রিচার্ডের শরীরে শুয়োরের কিডনি প্রতিস্থাপন করার জেরেই যে তাঁর মৃত্যু হয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি। (আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনে ভারতের কত 'লাভ' হয়েছে? টাকার অঙ্কে চোখ হবে ছানাবড়া)
আরও পড়ুন: পাক-চিনের 'কাটল তার',ইরানের সাথে হাত মিলিয়ে চাবাহার বন্দর নিয়ে বড় চুক্তি ভারতের
এর আগে গত ২০২১ সালের সেপ্টেম্বর সাময়িকভাবে একজন ব্যক্তির সঙ্গে শুয়োরের কিডনি সংযুক্ত করে সাফল্য পেয়েছিলেন চিকিৎসকরা। সেই কিডনিটি জিনগতভাবে পরিবর্তিত করা হয়েছিল। প্রসঙ্গত, রিচার্ডের শরীরে শুয়োরের যে কিডনি বসানো হয়েছিল, তাও জিনগতভাবে পরিবর্তিত করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, রিচার্ডের শরীরে প্রতিস্থাপিত শুয়োরের কিডনিতে ৬৯টি জিনের পরিবর্তন আনা হয়েছিল।