বাংলা নিউজ > ঘরে বাইরে > বাবা যখন 'বস'! এমনটা হলে কী ঘটতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন এই পাইলট? ককপিটে সফর শুরু

বাবা যখন 'বস'! এমনটা হলে কী ঘটতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন এই পাইলট? ককপিটে সফর শুরু

কী ঘটল এই পাইলটের জীবনের ‘বিরল’ মুহূর্তে?

পেশাগতভাবে এরিক ল্যাকে একজন পাইলট। তিনি সদ্য ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাবার সঙ্গে একই ককপিটে বসে বিমান ওড়াচ্ছেন। উল্লেখ্য, তাঁর বাবাও পেশাগতভাবে পাইলট। আর বাবা যখন 'বাস' হয়ে যান, তাহলে কী হতে পারে ভেবে দেখেছেন! সেই ঘটনাই ঘটল এরিকের সঙ্গে।

বাবারা চিরকালই 'স্পেশ্যাল' হন! তবে বাড়িতে বাবার চলাফেরা, কথা বলার থেকে তাঁর অফিসে চলাফেরা নিঃসন্দেহে আলাদা হয়। এবার একবার ভেবে দেখুন তো! যদি আপনার বাবা আপনার অফিসের বস হন, তাহলে কেমন হবে? অনেকেই জীবনে তাঁর বাবাকে অফিসের 'বস' হিসাবে পেয়েছেন। তেমনই একজন এরিক ল্যাকে।

পেশাগতভাবে এরিক ল্যাকে একজন পাইলট। তিনি সদ্য ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাবার সঙ্গে একই ককপিটে বসে বিমান ওড়াচ্ছেন। উল্লেখ্য, তাঁর বাবাও পেশাগতভাবে পাইলট। আর বাবা যখন 'বাস' হয়ে যান, তাহলে কী হতে পারে ভেবে দেখেছেন! সেই ঘটনাই ঘটল এরিকের সঙ্গে। এই মুহূর্ত কিছুটা আবেগের তো বটেই। যে বাবার হাত ধরে পা চলা শুরু করে এক শিশু, সেই বাবার পাশে বসে তাঁর নেতৃত্বে তাঁর পেশাগত কাজকেও ভাগ করে নেওয়ার সৌভাগ্য অনেক কমজনের হয়। এরিক তা পেয়েছেন।

তবে তিনি বলছেন, এই মুহূর্তকে তিনি যতই হালকাভাবে নিতে চান না কেন, ততটা হালকা হচ্ছে না। মজার ছলে নিলেও এই মুহূর্ত মোটেও হালকা হয়ে উঠতে পারছে না। এদিকে, ক্যামেরা প্যান করে যখন ককপিটে তাঁর বাবার দিকে এরিক তা নিয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে তাঁর বাবাও হাসছেন। তবে এরিকের কাছে এই মুহূর্ত খুবই আনন্দের ও নার্ভাসনেসের। এরিক জানাচ্ছেন ৩ বছরের তাঁর চাকরি জীবনের পর এই মুহূর্তটি তিনি পেয়েছেন দ্বিতীয়বার। তিনি বলছেন, তাঁর বাবা আগামী বছরেই অবসর নেবেন। আর তার আগে দুজনের এভাবে সফর করার পরিকল্পনা ছিল। এরিক বলছেন, তাঁর কাছে এই মুহূর্তটি বিরল। তাই এই সফরের প্রতিটি মুহূর্তই এরিক উপভোগ করতে চান বলে তিনি জানিয়েছেন।

কয়েকদিন আগে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তারই মধ্যে ১২.৫ মিলিয়ন ভিউ চলে এসেছে। এই পোস্ট দেখে বহু নেট নাগরিকই খুশি। অনেকেই তাঁদের বাবা সম্পর্কে নানান মন্তব্য এখানে তুলে ধরেছেন। অনেকেই এরিককে তাঁর বাবার প্রতি বার্তাও দিতে বলেছেন। বেশিরভাগেরই নজর এরিকের বাবার দিকে রয়েছে। সবমিলিয়ে এই ভিডিয়ো কার্যত শোরগোল তুলে দিয়েছে নেটপাড়ায়। বহু জনই নিজের এমনতর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এরিকের ভিডিয়োয়।

বন্ধ করুন